মোদি আবার প্রধানমন্ত্রী হবেন, লোকসভায় বললেন মুলায়ম

Last Updated:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড সমাবেশে যোগ দিয়েছিলেন সপা সভাপতি তথা মুলায়মের পুত্র অখিলেশ যাদব৷ মোদি সরকারকে হঠাতে বিরোধী ঐক্যের পক্ষে জোরাল সওয়াল করছেন অখিলেশ৷

#নয়াদিল্লি: আর হয়তো মাত্র ২ মাস পর লোকসভা নির্বাচন৷ বিরোধী ঐক্যে শান দিতে যখন দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী নেতারা ধর্নায় বসছেন, তখন হঠাত্‍‌ বোমা ফাটালেন সমাজবাদী পার্টির প্রাক্তন সুপ্রিমো মুলায়ম সিং যাদব৷ লোকসভায় কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধির পাশে বসে মুলায়ম বললেন, নরেন্দ্র মোদিই আবার প্রধানমন্ত্রী হবেন৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড সমাবেশে যোগ দিয়েছিলেন সপা সভাপতি তথা মুলায়মের পুত্র অখিলেশ যাদব৷ মোদি সরকারকে হঠাতে বিরোধী ঐক্যের পক্ষে জোরাল সওয়াল করছেন অখিলেশ৷ এহেন পরিস্থিতিতে হঠাত্‍‌ মুলায়মের বক্তব্য যেন বিরোধী ঐক্যে অন্য প্রশ্ন তুলে দিল৷ মুলায়মের কথায়, 'মেরি কামনা হ্যায় কি প্রধানমন্ত্রীজি আপ ফিরসে প্রধানমন্ত্রী বনে৷ মেরা অনুভব হ্যায় কি, ম্যায় জব ভি আপ সে মিলা, আপনে তুরন্ত মেরা কাম কিয়া৷'
বাংলা খবর/ খবর/দেশ/
মোদি আবার প্রধানমন্ত্রী হবেন, লোকসভায় বললেন মুলায়ম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement