• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • উনি প্রবীণ ব্যক্তি, উনার বয়সকে শ্রদ্ধা করি, মুলায়ম প্রসঙ্গে মমতা

উনি প্রবীণ ব্যক্তি, উনার বয়সকে শ্রদ্ধা করি, মুলায়ম প্রসঙ্গে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল কংগ্রেসনেত্রী ৷

মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল কংগ্রেসনেত্রী ৷

 • Share this:

  #নয়াদিল্লি: বিজেপির বিরুদ্ধে একজোট হয়েছে বিরোধীরা ৷ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়তে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলি যখন পারস্পরিক দূরত্ব ভুলে পরস্পরের পাশাপাশি আসতে শুরু করেছে ৷ প্রায় প্রতি সপ্তাহেই বিজেপি বিরোধী দলগুলি পাশাপাশি অধিবেশনে ব্যস্ত, নানা ধরনের আলোচনা ও পর্যলোচনা চলছে ৷

  সংসদ ও সংসদের বাইরে প্রতিটি ক্ষেত্রেই বিরোধী ঐক্যের পরিষ্কার ছবি ফুটে উঠেছে ৷ তখন মুলায়ম সিংয়ের মন্তব্য জাতীয় রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করতে পারে এই ভাবনার কথা মাথায় রেখেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন মুলায়ম সিং প্রবীণ ব্যক্তি, তিনি মুলায়ম সিংয়ের বয়সকে শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন ৷

  সুকৌশলে যাবতীয় বিতর্ক এড়িয়ে গিয়েছেন ৷ জাতীয় স্তরে জোট হলেও রাজ্যে তৃণমূল কংগ্রেস একাই লড়বে বলেই তিনি আরও একবার স্পষ্ট করেছেন ৷ তিনি দাবি করেছেন বাংলায় তৃণমূলই সব থেকে বড় দল ৷

  First published: