Time100 Philanthropy: মুকুটে জুড়ল নয়া পালক, প্রথমবারের জন্য প্রকাশিত Time100 Philanthropy তালিকায় জায়গা করে নিলেন মুকেশ এবং নীতা আম্বানি
- Published by:Satabdi Adhikary
- Reported by:Trending Desk
Last Updated:
প্রসঙ্গত, সংশ্লিষ্ট তালিকা অর্থাৎ Time100 Philanthropy তালিকায় জায়গা করে নিয়েছেন অন্যান্য ভারতীয়ও। এঁদের মধ্যে অন্যতম হলেন Wipro চেয়ারম্যান আজিম প্রেমজি এবং উদ্যোগপতি নিখিল কামাথ।
মুম্বই: সম্প্রতি প্রথম বারের জন্য Time100 Philanthropy তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। আর টাইম ম্যাগাজিনের এই ফিলানথ্রপি তালিকায় জায়গা করে নিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী তথা রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি।
ম্যাগাজিনের তরফে বলা হয়েছে যে, “কোটিপতি দানধ্যানকারী মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির সেবামূলক উদ্যোগগুলি তাঁদের ব্যবসায়িক সাম্রাজ্যের মতোই বৈচিত্র্যপূর্ণ এবং বিস্তৃত ধরনের। তাঁদের এই ব্যবসায়িক সাম্রাজ্য ১১০ বিলিয়ন ডলারের সম্পদ অর্জনের সৌভাগ্য প্রদান করেছে।” এখানেই শেষ নয়, ম্যাগাজিনের তরফে আরও বলা হয়েছে যে, “ভারতীয় সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ এবং রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা লক্ষ লক্ষ ভারতীয়কে প্রভাবিত করে, এমন উদ্যোগের জন্য অর্থ প্রদান করেছেন। তাঁদের উদ্যোগগুলি নানা ভাবে সহায়ক হয়ে উঠেছে। এই উদ্যোগদগুলি মূলত মেয়েদের কেরিয়ার স্কিলকে আরও মজবুত করার জন্য স্কলারশিপের ফান্ডিং করেছে, স্থায়ী কৃষি উদ্যোগের মাধ্যমে গ্রামীণ উদ্যোগগুলিকে সাহায্য করেছে, জল সংরক্ষণের প্রকল্পকে সহায়তা দিয়েছে, হাসপাতাল নির্মাণের কাজের জন্য অর্থ দান করেছে, দৃষ্টিশক্তির সমস্যা থাকা মানুষদের সাহায্য প্রদান করেছে এবং স্কুলগুলির পরিকাঠামোরও উন্নতি করেছে।”
advertisement

advertisement
প্রথম বারের জন্য প্রকাশিত Time100 Philanthropy তালিকায় মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি৷ Image/Time
advertisement
ম্যাগাজিনের তরফে এ-ও জানানো হয়েছে যে, ২০২৪ সালে ৪০৭ কোটি টাকা অর্থাৎ প্রায় ৪৮ মিলিয়ন ডলার উপহার দিয়েছিলেন এই দম্পতি। ফলে তাঁরাই হয়ে উঠেছিলেন দেশের সবথেকে বড় দানধানকারী ব্যক্তিত্ব। এদিকে মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেট টিমের মালিক আবার নীতা আম্বানি। অ্যাথলিট বা ক্রীড়াবিদদের উন্নতিতে অবদানের জন্য মুকেশ-ঘরণীকে স্বীকৃতি দিয়েছে সংশ্লিষ্ট ম্যাগাজিন। উঠতি ক্রীড়াবিদ বিশেষ করে মহিলা ক্রীড়াবিদদের বিশ্বমানের সুযোগ-সুবিধা করে দেওয়ার জন্য কাজ করে গিয়েছেন তিনি। এই উদ্যোগের বিষয়ে নীতা আম্বানি বলেন যে, “মহিলারা পেশাগত ভাবে খেলাধূলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়ে থাকেন, সেই কারণেই আরও তাঁদের সাফল্যটা স্পেশ্যাল হয়ে উঠেছে।”
advertisement
প্রসঙ্গত, সংশ্লিষ্ট তালিকা অর্থাৎ Time100 Philanthropy তালিকায় জায়গা করে নিয়েছেন অন্যান্য ভারতীয়ও। এঁদের মধ্যে অন্যতম হলেন Wipro চেয়ারম্যান আজিম প্রেমজি এবং উদ্যোগপতি নিখিল কামাথ। এখানেই শেষ নয়, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক আনন্দ গিরিধারাদাসও রয়েছেন সেই তালিকায়। এছাড়া এই তালিকায় থাকা অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা হলেন ডেভিড বেকহ্যাম, ওপরাহ উইনফ্রে, ডলি পার্টন, জ্যাক মা, প্রিন্স উইলিয়াম প্রমুখরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
May 21, 2025 10:34 AM IST