মিস্টার ওয়ার্ল্ডকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপচে পড়ল ভিড় !

Last Updated:

মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে যা দেখলেন, তাতে রীতিমতো অবাক রোহিত !

#মুম্বই: প্রথম ভারতীয় হিসেবে মিস্টার ওয়ার্ল্ড খেতাব জিতে ইতিমধ্যেই চমকে দিয়েছেন রোহিত খাণ্ডেলওয়াল ৷ ব্রিটেনের সাউথপোর্ট থেকে জিতে দেশে ফিরে যে তিনি দারুণ অভ্যর্থনা পাবেন, তা মোটামুটি ধরেই নেওয়া হয়েছিল ৷ কিন্তু মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে যা দেখলেন, তাতে রীতিমতো অবাক রোহিত ! গেটের বাইরে বন্ধু-বান্ধবরা বাদেও প্রচুর মানুষের ভিড় ৷ যাঁরা অধীর আগ্রহে শুধু অপেক্ষা করছে মিস্টার ওয়ার্ল্ডকে একবার চাক্ষুস দেখার জন্য ৷ টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলে যে উন্মাদনা তৈরি হয়, এটাও অনেকটা সেরকমই ছিল ৷
ব্রিটেনের সাউথপোর্টে গত ১৯ জুলাই রোহিত খাণ্ডেলওয়াল নতুন ইতিহাস তৈরি করেন ৷ বিশ্বের ৪৭ টি দেশের প্রতিনিধিদের পিছনে ফেলে দিয়ে সেরার সেরা শিরোপা ছিনিয়ে নেন তিনি ৷ একাধিক কঠিন বাধা অতিক্রম করে এই খেতাব জিতেছেন তিনি ৷ তাই রোহিত এখন সকলেরই নয়নের মণি ৷
advertisement
advertisement
বিমানবন্দরে রোহিতকে স্বাগত জানাতে হাজির ছিলেন এবছরের মিস ইন্ডিয়া খেতাব জয়ী প্রিয়দর্শিনী চট্টোপাধ্যায় এবং অন্যান্য বিজয়ীরাও ৷ ব্রিটেন থেকে মুম্বইয়ের দীর্ঘ ফ্লাইট যাত্রার পর দেশের মানুষের সাদর অভ্যর্থনায় মুগ্ধ রোহিত ৷
Photo Courtesy: Femina
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মিস্টার ওয়ার্ল্ডকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপচে পড়ল ভিড় !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement