জেএনইউয়ের দলিত ছাত্রের রহস্যজনক মৃত্যু

Last Updated:

ফের JNU-র দলিত ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্ববিদ্যালয়ে ৷ মৃত ছাত্রের নাম মুথু কৃষ্ণন ৷

#নয়াদিল্লি: এক দলিত ছাত্রের আত্মহত‍্যাকে কেন্দ্র করে ফের বিতর্কে জওহরলাল নেহরু বিশ্ববিদ‍্যালয়। সোমবার সন্ধ‍্যায় জে. মুথুকৃষ্ণান নামে ওই ছাত্রের ঝুলন্ত দেহ তার এক বন্ধুর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তামিলনাড়ুর যুবক মুথু দক্ষিণ দিল্লির মুনিরকা এলাকায় বন্ধুর ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে মারা যায় বলে জানা গিয়েছে ৷।
২৭ বছরের মুথু জেএনইউয়ের সেন্টার ফর হিস্টোরিক্যাল স্টাডিজে এম ফিল পড়তেন তিনি। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ও হতাশায় ভুগছিলেন তিনি ৷ সেই কারণেই তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷
ঘটনার কয়েকদিন আগেই ফেসবুক পোস্টে বর্তমান শিক্ষা ব্যবস্থার কিছু বিষয় নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন তিনি ৷ বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির ক্ষেত্রে বৈষম‍্যের অভিযোগ এনেছিলেন তামিলনাড়ুর এই দলিত ছাত্র। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘MPhil/PhD অ্যাডমিশনে কোনও সমতা নেই। ’
advertisement
advertisement
জানা গিয়েছে, রবিবার বন্ধুর ফ্ল্যাটে যান মুথু ৷ সেখানে খাওয়াদাওয়া করে একটি ঘরে ঘুমোতে চলে যান ৷ ঘরের দরজা বন্ধ করে দেনে ৷ এরপর বন্ধুরা ডাকাডাকি কলেও কোনও সারা মেলেনি ৷ এরপর পুলিশ এসে দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে ৷
তবে ঘটনায় কোনও সুইসাইড নোট এখনও মেলেনি ৷ তবে তার বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন বন্ধু ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন ৷
advertisement
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রোহিত ভেমুলার ঘটনার সঙ্গে মুথুকৃষ্ণানের মৃত্যুরহস্যের মিল পাচ্ছেন অনেকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারিভাবে কোনও মন্তব‍্য করেনি। প্রাথমিকভাবে এই আত্মহত‍্যার সঙ্গে বর্ণবিদ্বেষের যোগ আছে কি না, তা পুলিশের কাছে স্পষ্ট নয়।
মুথুর রহস‍্যমৃত্যু তুলে দিল একাধিক প্রশ্ন। বর্ণবৈষম‍্য না অন্য কোনও কারণে চরম সিদ্ধান্ত নিলেন দরিদ্র পরিবারের এই মেধাবি ছাত্রটি। এমফিল ও পিএইচডিতে ভরতির ক্ষেত্রে তোলা অভিযোগের পর মুথুর উপর কি কোনও চাপ তৈরি করা হয়েছিল? মুথুর ফেসবুক ঘেঁটে মৃতুরহস্যের সমাধান করতে চাইছে দিল্লি পুলিশ।
বাংলা খবর/ খবর/দেশ/
জেএনইউয়ের দলিত ছাত্রের রহস্যজনক মৃত্যু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement