কৃষি আইনের সমর্থনে ট্যুইটের জেরে বিতর্ক, বাড়তি নিরাপত্তা সানি দেওলের

Last Updated:

বিতর্কিত কৃষিবিলের স্বপক্ষে মুখ খোলায় বিতর্কের মুখে পড়েন সানি। তাই ঝুঁকি এড়াতে নিরাপত্তা বাড়িয়ে ওয়াই ক্যাটেগরির করা হয়েছে বলে খবর।

#পঞ্জাব: বলিউড অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওলের সুরক্ষা আঁটোসাটো করল স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্র থেকে ওয়াই ক্যাটেগরির সুরক্ষা প্রদান করা হল তাঁকে৷ বিতর্কিত কৃষিবিলের স্বপক্ষে মুখ খোলায় বিতর্কের মুখে পড়েন সানি। তাই ঝুঁকি এড়াতে নিরাপত্তা বাড়িয়ে ওয়াই ক্যাটেগরির করা হয়েছে বলে খবর। এর আগে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে ওয়াই ক্যাটেগরির সুরক্ষা দিয়েছিল কেন্দ্র৷
কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় তোলপাড় গোটা দেশ৷ কৃষকেরা চালিয়ে যাচ্ছেন ব্যাপক বিক্ষোভ ৷ কেন্দ্রের আনা নয়া কৃষি আইন নিয়েই গত কয়েক দিন ধরেই দেশজুড়ে বিক্ষোভ দেখা দিচ্ছে৷ বেশিরভাগই হরিয়ানা ও পঞ্জাবের কৃষকেরা অংশ নিয়েছেন এই আন্দোলনে৷
এই কৃষি আইনের সমর্থনে দিনকয়েক আগে ট্যুইট করেন সানি দেওল। ওই টুইটে তিনি দুনিয়ার সকলের কাছে অনুরোধের সুরে বলেন, এটা কেন্দ্র ও কৃষকদের মধ্যের বিষয়। এর মধ্যে কারও হস্তক্ষেপের প্রয়োজন নেই। দুই পক্ষ আলোচনার মাধ্যমে নিশ্চিতভাবেই একটা সিদ্ধান্তে পৌঁছবে। কিন্তু কিছু মানুষ এই আন্দোলনকে কাজে লাগিয়ে নিজেদের আখের গুছানোর চেষ্টা করছে। তারা কৃষকদের বিষয়ে না ভেবে বরং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত। তাই তিনি তাঁর দল ও কৃষক- উভয়েরই পাশে আছেন৷
advertisement
advertisement
এর পরই শুরু হয় বিতর্ক৷ পঞ্জাবের সাংসদ হওয়া সত্ত্বেও কৃষি আইনকে সমর্থন করায় ক্ষুব্ধ হয়েছেন কৃষকেরা। অনেকেই প্রশ্ন করেন কৃষকদের দিকটি কেন তিনি ভেবে দেখছেন না? নেটিজেনরা তাঁকে ‘কূটনীতিবিদ’ ও ‘দ্বিমুখী’ বলেও কটাক্ষ করেন । কেউ কেউ তাঁকে ‘মেরুদণ্ডহীন’ও বলেছেন৷ নির্বাচনের টিকিট বন্ধ করে দেওয়া উচিৎ বলেও ক্ষোভ প্রকাশ করেন বহু৷ গুরুদাসপুরের সাংসদের বিপদের আঁচ বুঝেই প্রশাসন থেকে জোড় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷
advertisement
কৃষি আইন নিয়ে বলিউডে ইতিমধ্যেই দেখা দিয়েছে নানা মতামত ৷ কেন্দ্রের সিদ্ধান্তের সমর্থনে আছেন সানি দেওল,কঙ্গনা রানাওয়াতরা। অপরদিকে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ, দিলজিত্ দোসাঞ্জ, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুররা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কৃষি আইনের সমর্থনে ট্যুইটের জেরে বিতর্ক, বাড়তি নিরাপত্তা সানি দেওলের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement