#IndiaAssemblyElections2018: 'আমাদের দলে আসতে পারেন', প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফোনে প্রস্তাব কংগ্রেসের

Last Updated:

যদিও খবরটি অস্বীকার করেছেন বাবুলাল গৌর৷ প্রসঙ্গত, গোবিন্দপুরা আসনে জিতে টানা বিধায়ক বাবুলাল৷ এ বারও ভোট ময়দানে নেমে টিকিটের দাবি করেছেন তিনি৷ মজার হল, বাবুলালের পুত্রবধূ কৃষ্ণা গৌর ওই একই সিটে টিকিট দাবি করেছেন৷

#ভোপাল: মধ্যপ্রদেশে জমে গিয়েছে ভোট যুদ্ধ৷ ভোটের তারিখ যত এগিয়ে আসছে, ততই ঘটনার ঘনঘটা৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শ্যালক সঞ্জয় সিং মাসানি কংগ্রেসে যোগ দেওয়ার পরেই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌরকে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ৷ রীতিমতো ফোন করে কমলনাথ এই প্রস্তাব দেন বাবুলালকে৷
বাবুলাল গৌর বাবুলাল গৌর
যদিও খবরটি অস্বীকার করেছেন বাবুলাল গৌর৷ প্রসঙ্গত, গোবিন্দপুরা আসনে জিতে টানা বিধায়ক বাবুলাল৷ এ বারও ভোট ময়দানে নেমে টিকিটের দাবি করেছেন তিনি৷ মজার হল, বাবুলালের পুত্রবধূ কৃষ্ণা গৌর ওই একই সিটে টিকিট দাবি করেছেন৷ বিজেপি-র এ বছর ওই সিটে বাবুলালকে টিকিট দেওয়ার ইচ্ছে ছিল না৷ এ নিয়ে গোবিন্দপুরা আসনের প্রার্থী বাছাই নিয়ে কোন্দল চলছে৷
advertisement
advertisement
এই ঘোলাজলেই মাছ ধরতে নেমে পড়েছে কংগ্রেস৷ বিজেপি থেকে বাবুলালকে ভাঙিয়ে আনার চেষ্টা চালাচ্ছে প্রদেশ কংগ্রেস৷
বাংলা খবর/ খবর/দেশ/
#IndiaAssemblyElections2018: 'আমাদের দলে আসতে পারেন', প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফোনে প্রস্তাব কংগ্রেসের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement