MP Assembly Election Result 2018: মধ্যপ্রদেশে একক বৃহত্তম কংগ্রেস, রাজ্যপালকে চিঠি কমলনাথের

Last Updated:

২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের হাতে ১১৫টি আসন রয়েছে৷ ২০১৩ সালের থেকে ৫৬টি আসন বেশি৷ বিজেপি-র ঝুলিতে রয়েছে ১০৯টি আসন৷ ঘটনাবহুল মধ্যরাতে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে সরকারসগড়তে চেয়ে চিঠি পাঠান মধ্যপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কমল নাথ৷

#ভোপাল: ইভিএম যুগে এত দীর্ঘ গণনা প্রক্রিয়া এর আগে দেখেনি ভারত৷ সারা রাত ধরে চলেছে গণনা৷ একক সংখ্যাগরিষ্ঠতা থেকে ২টি আসন কম রয়েছে কংগ্রেসের৷ ছোট দলগুলির ঝুলিতে রয়েছে ৭টি আসন৷ রাতেই ওই দলগুলি ইঙ্গিত দেয়, তাদের সমর্থন কংগ্রেসের দিকেই রয়েছে৷ তাই মধ্যপ্রদেশে সরকার গড়ার তোড়জোড় শুরু করে দিয়েছে রাহুল গান্ধির দল৷
২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের হাতে ১১৪টি আসন রয়েছে৷ ২০১৩ সালের থেকে ৫৬টি আসন বেশি৷ বিজেপি-র ঝুলিতে রয়েছে ১০৯টি আসন৷ ঘটনাবহুল মধ্যরাতে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে সরকারসগড়তে চেয়ে চিঠি পাঠান মধ্যপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কমল নাথ৷ যদিও রাজভবন থেকে জানানো হয়, অফিসিয়াল রেজাল্টের জন্য একটু অপেক্ষা করতেই হবে কংগ্রেসকে৷ এ দিন রাজ্যপালের সঙ্গে দেখা করবে বিজেপি-ও৷
advertisement
আজ অর্থাত্‍‌ বুধবার বিকেলে কংগ্রেসের জয়ী প্রার্থীদের বৈঠক ডেকেছেন কমল নাথ৷ বৈঠক শেষে রাজ্যপালের সঙ্গে সাক্ষাত্‍‌ করতে রাজভবনে যেতে পারে কংগ্রেসের প্রতিনিধি দল৷ বিধানসভা নির্বাচনে ভালো ফলের প্রতিক্রিয়ায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচুর ভোট নিয়ে ক্ষমতায় এসেছেন ঠিকই, তারপর দেশবাসীর হার্টবিট আর শুনতে চাননি৷'
advertisement
ভোপালে মধ্যরাতের রাজনৈতিক চাপানউতরের মধ্যেই কমল নাথ সাংবাদিকদের বলেন, 'মধ্যপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে৷ সরকার গড়বে কংগ্রেসই৷'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
MP Assembly Election Result 2018: মধ্যপ্রদেশে একক বৃহত্তম কংগ্রেস, রাজ্যপালকে চিঠি কমলনাথের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement