MP Assembly Election Result 2018: মধ্যপ্রদেশে একক বৃহত্তম কংগ্রেস, রাজ্যপালকে চিঠি কমলনাথের
Last Updated:
২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের হাতে ১১৫টি আসন রয়েছে৷ ২০১৩ সালের থেকে ৫৬টি আসন বেশি৷ বিজেপি-র ঝুলিতে রয়েছে ১০৯টি আসন৷ ঘটনাবহুল মধ্যরাতে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে সরকারসগড়তে চেয়ে চিঠি পাঠান মধ্যপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কমল নাথ৷
#ভোপাল: ইভিএম যুগে এত দীর্ঘ গণনা প্রক্রিয়া এর আগে দেখেনি ভারত৷ সারা রাত ধরে চলেছে গণনা৷ একক সংখ্যাগরিষ্ঠতা থেকে ২টি আসন কম রয়েছে কংগ্রেসের৷ ছোট দলগুলির ঝুলিতে রয়েছে ৭টি আসন৷ রাতেই ওই দলগুলি ইঙ্গিত দেয়, তাদের সমর্থন কংগ্রেসের দিকেই রয়েছে৷ তাই মধ্যপ্রদেশে সরকার গড়ার তোড়জোড় শুরু করে দিয়েছে রাহুল গান্ধির দল৷
২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের হাতে ১১৪টি আসন রয়েছে৷ ২০১৩ সালের থেকে ৫৬টি আসন বেশি৷ বিজেপি-র ঝুলিতে রয়েছে ১০৯টি আসন৷ ঘটনাবহুল মধ্যরাতে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে সরকারসগড়তে চেয়ে চিঠি পাঠান মধ্যপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কমল নাথ৷ যদিও রাজভবন থেকে জানানো হয়, অফিসিয়াল রেজাল্টের জন্য একটু অপেক্ষা করতেই হবে কংগ্রেসকে৷ এ দিন রাজ্যপালের সঙ্গে দেখা করবে বিজেপি-ও৷
advertisement
আজ অর্থাত্ বুধবার বিকেলে কংগ্রেসের জয়ী প্রার্থীদের বৈঠক ডেকেছেন কমল নাথ৷ বৈঠক শেষে রাজ্যপালের সঙ্গে সাক্ষাত্ করতে রাজভবনে যেতে পারে কংগ্রেসের প্রতিনিধি দল৷ বিধানসভা নির্বাচনে ভালো ফলের প্রতিক্রিয়ায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচুর ভোট নিয়ে ক্ষমতায় এসেছেন ঠিকই, তারপর দেশবাসীর হার্টবিট আর শুনতে চাননি৷'
advertisement
ভোপালে মধ্যরাতের রাজনৈতিক চাপানউতরের মধ্যেই কমল নাথ সাংবাদিকদের বলেন, 'মধ্যপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে৷ সরকার গড়বে কংগ্রেসই৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2018 9:05 AM IST