হঠাত্ করেই দেখছেন, শখের মোটরসাইকেল ভাল মাইলেজ দিচ্ছে না! এদিকে পেট্রোলের দাম আকাশ ছুঁয়েছে। কয়েকটি দিক মাথায় রাখলে মোটরবাইক থেকে ভাল মাইলেজ পাবেন। সবার আগে মনে রাখতে হবে, মোটরবাইক সময়মতো সার্ভিস করানো দরকার। তা হলে প্রয়োজনীয় বেশ কিছু জায়গায় লুব্রিকেশন হয়। তার জেরে যন্ত্রাংশ ঠিকঠাক কাজ করে। মোটরবাইকের টায়ার প্রেসার ঠিকঠাক রাখুন। প্রতি ১৫ দিন অন্তর টায়ারের এয়ার প্রেসার মাপিয়ে নিন। টায়ারের প্রেসার কম থাকলে মাইলেজ ড্রপ হতে পারে। সিগনালে দাঁড়ালে অনেকেই বাইকের ইঞ্জিন অফ করেন না। এমন অভ্যেস জ্বালানির অপচয় ঘটায়। সিগনাল ১৫ সেকেন্ডের বেশি হলে অবশ্যই ইঞ্জিন বন্ধ রাখুন। এতে বাইকের ইঞ্জিন কিছুটা ঠাণ্ডাও হবে। চেইন বেশি ঢিলেঢালা হয়ে আছে কি না খেয়াল রাখুন। মনে রাখবেন, চেন ঠিকঠাক অ্যাডজাস্ট থাকাটা জরুরি। এছাড়া অযথা ক্লাচ ব্যবহার থেকে বিরত থাকুন। ক্লাচের ব্যবহার কম হলে মাইলেজ বাড়তে বাধ্য। সঠিক গিয়ারে মোটরবাইক চালানো জরুরি। আপনি কম গিয়ারে থাকাকালীন বেশি স্পিড তুললে মোটরবাইক মাইলেজ কম দেবে। মোটরবাইকের গিয়ারবক্স ভাল রাখতেও এই পদ্ধতি বজায় রাখা জরুরি।
মনে রাখবেন, সঠিক পদ্ধতিতে মোটরবাইক মেইন্টেন করলে ভাল মাইলেজ পাওয়া যায়। বাইকের চেইন লিউব করতে হবে সময়মতো। গিয়ার, ক্লাড অ্যাডজাস্টমেন্ট ঠিক রাখতে হবে।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।