Motorbike Mileage Drop Problem: শখের মোটরবাইক ভাল মাইলেজ দিচ্ছে না? এই ব্যাপারগুলো খেয়াল রাখুন, লাভ হবে

Last Updated:

Bike Maintenance Tips: হঠাত্ করেই দেখছেন, শখের মোটরবাইক কম মাইলেজ দিচ্ছে। জেনে নিন কী কী করলে মাইলেজ বাড়তে পারে!

হঠাত্ করেই দেখছেন, শখের মোটরসাইকেল ভাল মাইলেজ দিচ্ছে না! এদিকে পেট্রোলের দাম আকাশ ছুঁয়েছে। কয়েকটি দিক মাথায় রাখলে মোটরবাইক থেকে ভাল মাইলেজ পাবেন। সবার আগে মনে রাখতে হবে, মোটরবাইক সময়মতো সার্ভিস করানো দরকার। তা হলে প্রয়োজনীয় বেশ কিছু জায়গায় লুব্রিকেশন হয়। তার জেরে যন্ত্রাংশ ঠিকঠাক কাজ করে।
মোটরবাইকের টায়ার প্রেসার ঠিকঠাক রাখুন। প্রতি ১৫ দিন অন্তর টায়ারের এয়ার প্রেসার মাপিয়ে নিন। টায়ারের প্রেসার কম থাকলে মাইলেজ ড্রপ হতে পারে। মোটরবাইকের টায়ার প্রেসার ঠিকঠাক রাখুন। প্রতি ১৫ দিন অন্তর টায়ারের এয়ার প্রেসার মাপিয়ে নিন। টায়ারের প্রেসার কম থাকলে মাইলেজ ড্রপ হতে পারে।
advertisement
সিগনালে দাঁড়ালে অনেকেই বাইকের ইঞ্জিন অফ করেন না। এমন অভ্যেস জ্বালানির অপচয় ঘটায়। সিগনাল ১৫ সেকেন্ডের বেশি হলে অবশ্যই ইঞ্জিন বন্ধ রাখুন। এতে বাইকের ইঞ্জিন কিছুটা ঠাণ্ডাও হবে। সিগনালে দাঁড়ালে অনেকেই বাইকের ইঞ্জিন অফ করেন না। এমন অভ্যেস জ্বালানির অপচয় ঘটায়। সিগনাল ১৫ সেকেন্ডের বেশি হলে অবশ্যই ইঞ্জিন বন্ধ রাখুন। এতে বাইকের ইঞ্জিন কিছুটা ঠাণ্ডাও হবে।
advertisement
advertisement
চেইন বেশি ঢিলেঢালা হয়ে আছে কি না খেয়াল রাখুন। মনে রাখবেন, চেন ঠিকঠাক অ্যাডজাস্ট থাকাটা জরুরি। এছাড়া অযথা ক্লাচ ব্যবহার থেকে বিরত থাকুন। ক্লাচের ব্যবহার কম হলে মাইলেজ বাড়তে বাধ্য। চেইন বেশি ঢিলেঢালা হয়ে আছে কি না খেয়াল রাখুন। মনে রাখবেন, চেন ঠিকঠাক অ্যাডজাস্ট থাকাটা জরুরি। এছাড়া অযথা ক্লাচ ব্যবহার থেকে বিরত থাকুন। ক্লাচের ব্যবহার কম হলে মাইলেজ বাড়তে বাধ্য।
advertisement
সঠিক গিয়ারে মোটরবাইক চালানো জরুরি। আপনি কম গিয়ারে থাকাকালীন বেশি স্পিড তুললে মোটরবাইক মাইলেজ কম দেবে। মোটরবাইকের গিয়ারবক্স ভাল রাখতেও এই পদ্ধতি বজায় রাখা জরুরি। সঠিক গিয়ারে মোটরবাইক চালানো জরুরি। আপনি কম গিয়ারে থাকাকালীন বেশি স্পিড তুললে মোটরবাইক মাইলেজ কম দেবে। মোটরবাইকের গিয়ারবক্স ভাল রাখতেও এই পদ্ধতি বজায় রাখা জরুরি।
advertisement
মনে রাখবেন, সঠিক পদ্ধতিতে মোটরবাইক মেইন্টেন করলে ভাল মাইলেজ পাওয়া যায়। বাইকের চেইন লিউব করতে হবে সময়মতো। গিয়ার, ক্লাড অ্যাডজাস্টমেন্ট ঠিক রাখতে হবে। মনে রাখবেন, সঠিক পদ্ধতিতে মোটরবাইক মেইন্টেন করলে ভাল মাইলেজ পাওয়া যায়। বাইকের চেইন লিউব করতে হবে সময়মতো। গিয়ার, ক্লাড অ্যাডজাস্টমেন্ট ঠিক রাখতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Motorbike Mileage Drop Problem: শখের মোটরবাইক ভাল মাইলেজ দিচ্ছে না? এই ব্যাপারগুলো খেয়াল রাখুন, লাভ হবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement