হোম /খবর /দেশ /
৫০-৬০ হাজারের বদলে ২ লক্ষ টাকার জরিমানা, পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে ট্রাক মালিক

৫০-৬০ হাজারের বদলে ২ লক্ষ টাকার জরিমানা, পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে ট্রাক মালিক

প্রতীকী ছবি ৷

প্রতীকী ছবি ৷

এই নিয়েই ফুঁসছে গোটা দেশ

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: নতুন মোটর ভেইকেল আইনের অন্তর্গত সব থেকে বড় প্রশ্নচিহ্ন উঠছে সব মহলেই ৷ দিল্লি-এনসিআরে পুলিশ নির্মম ভাবে জরিমানা ধার্য করেছে ৷ এইভাবে উর্দির উপরে দাগ লাগতে শুরু করেছে ৷ যেই মানুষের কাছে ২ লক্ষ টাকার জরিমানা করায় হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷

    দেশের সব থেকে বড় চালান কাটা হয়েছে ৷ শাহবাদ দৌলতপুরের বাসিন্দা ট্রাক মালিক লোকেশকে দেওয়া হয়েছে ৷ ১৮ টন মাল বহন করার অভিযোগ রয়এছে ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ ট্রাক ড্রাইভারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিলনা ৷ বৃহস্পতিবার আদালতে জরিমানার রসিদ জমা দেওয়া হয়েছে ৷

    নিউজ 18 এর সঙ্গে একটি সাক্ষাৎকারে লোকেশ জানিয়েছেন গাড়ি দাঁড় করিয়ে সংবিধানের ১১ প্রয়োগ করেছে ৷ লাইসেন্স, দূষণ, বিমা, পারমিট, ইত্যদি নিয়ম মানা হয়নি ৷ তিনি দাবি করেছেন ২৫ টন ক্ষমতা সম্পন্ন গাড়িতে ১৮ টন মালপত্র পরিবহণে জরিমানা করা হয়েছে ৷ জরিমানা ৫০-৬০ হাজার টাকা হলেও একটি বড় রকমের টাকা দাবি করা হয়েছে তাই এর বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ জমা পড়েছে ৷

    অন্যদিকে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র সিং চাড্ডা জানিয়েছেন নতুন মোটর আইনের ফলে যেরকম ভাবে জরিমানা করা হচ্ছে তাই নিয়েই জরিমানার টাকার অঙ্কের পরিমাণ কম করার সিদ্ধান্ত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাতের মত বিজেপি শাসিত রাজ্যে নিতে চলেছে ৷

    First published:

    Tags: Fine, Moto vehicle, New Delhi, Traffic Rule