লকডাউনে মা পাঠিয়েছিলেন মুদির মাল আনতে, ছেলে ফিরল নতুন বৌ নিয়ে

Last Updated:

ছেলের এই কাণ্ডর পর পুলিশে অভিযোগ করেছেন গুড্ডুর মা। পুলিশ আপাতত দিল্লিতে সবিতার বাড়ির মালিককে বলেছেন এই নববিবাহিত দম্পতিকে সেখানে থাকতে দিতে

#‌গাজিয়াবাদ:‌ দু’‌মাস ধরে পরিবার বাড়িতে বন্দী। ঘরের জিনিস ফুরিয়ে গিয়েছিল, তাই মা ছেলেকে পাঠিয়েছিলেন মুদির দোকান থেকে জিনিস কিনে আনতে। কিন্তু ছেলে মুদির দোকানের জিনিস তো আনলেনই না, উল্টে বিয়ে করে নতুন বৌকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন। ঘটনায় অবাক হয়ে গিয়েছেন গাজিয়াবাদ জেলার শাহিবাবাদ থানা এলাকার বাসিন্দারা।
ট্যুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মা কাঁদতে কাঁদতে বলছেন, ‘‌ছেলেকে বাড়ির জন্য মুদির দোকানের জিনিস কিনতে পাঠিয়েছিলাম। কিন্তু সে যখন ফিরল, দেখি নতুন বৌকে নিয়ে ফিরেছে।’
advertisement
advertisement
কিন্তু কেন এমন করল ছেলে। ২৬ বছরের গুড্ডু জানিয়েছেন, ‘‌আমি সবিতাকে বিয়ে করেছি দু’‌মান আগে হরিদ্বারের আর্য সমাজ মন্দিকে। তখন সাক্ষীর অভাবে আমি ম্যারেজ সার্টিফিটেক পাইনি। মনে করেছিলাম ক’‌দিন পরে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসব। কিন্তু লকডাউন শুরু হয়ে যাওয়ায় আর যেতে পারিনি। হরিদ্বার থেকে ফিরে দিল্লিতে একটি ভাড়া বাড়িতে সবিতা থাকতে শুরু করেন। কিন্তু লকডাউনের মধ্যেই সবিতার বাড়ির মালিক বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন। তাই সবিতাকে বাড়িতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। ও মায়ের কাছেই থাকবে।’‌
advertisement
যদিও ছেলের এই কাণ্ডর পর পুলিশে অভিযোগ করেছেন গুড্ডুর মা। পুলিশ আপাতত দিল্লিতে সবিতার বাড়ির মালিককে বলেছেন এই নববিবাহিত দম্পতিকে সেখানে থাকতে দিতে। লকডাউন উঠলে বাকি সমস্যার সমাধান করা হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
লকডাউনে মা পাঠিয়েছিলেন মুদির মাল আনতে, ছেলে ফিরল নতুন বৌ নিয়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement