একমাস ধরে বিধবা মহিলা ও তাঁর মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশ কর্তার ছেলে

Last Updated:
#গুরুগ্রাম: আট মাসের শিশুকে ছুঁড়ে ফেলে অটোতে মহিলাকে গণধর্ষণের ঘটনার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের শিরোনামে উঠে এল আরও এক ধর্ষণের ঘটনা ৷ ঘটনাস্থল গুরুগ্রাম ৷ অটোতে মহিলাকে গণধর্ষণ ও তার শিশুকে খুনের ঘটনায় শিউরে উঠেছিল গোটা রাজ্য ৷ প্রশ্ন উঠেছিল মহিলাদের নিরাপত্তা নিয়ে ৷ তার এক সপ্তাহ পর ফের ধর্ষণের অভিযোগ উঠল ৷ এক বিধবা মহিলা ও তাঁর কন্যাকে তিন সপ্তাহ ধরে ধর্ষণের অভিযোগ উঠল পুলিশের এক সাব ইন্সপেক্টরের ২০ বছরের ছেলের বিরুদ্ধে ৷
অভিযুক্ত আশিস কুমারকে রাজেন্দ্র পার্ক এলাকা থেকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে ৷ বৃহস্পতিবার নির্যাতিতা রাজেন্দ্র পার্ক থানায় অভিযোগ দায়ের করে বলে জানিয়েছে পুলিশ ৷ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ), ৫০৬ (অপরাধমূলক হুমকি) ও পকসো আইনের ৪ ও ১২ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷
নির্যাতিতারা উত্তরাখণ্ডের বাসিন্দা ৷ গুরুগ্রামে একটি বেসরকারি সংস্থাতে তিনি কাজ করতেন ৷ গত এক বছর ধরে গুরুগ্রামে একটি ভাড়া বাড়িতে ১৫ বছরের মেয়ে ও ১১ বছরের ছেলের সঙ্গে তিনি থাকতেন ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, ৩৫ বছরের নির্যাতিতা মহিলার সঙ্গে আশিসের পরিচয় হয় গুরগাঁও-য়ের রাজেন্দ্র পার্ক এলাকার একটি বাজারে। এরপর বাড়ির ঠিকানা ও মোবাইল নম্বর অভিযুক্তকে দিয়ে দেয় মহিলা ৷ এরপর শুরু হয় যাতায়াত ৷
গত একমাস ধরে অভিযুক্ত তাদের বন্দি বানিয়ে রাখে ৷ এবং হুমকি দিতে থাকে ৷ মহিলাকে বাড়ি থেকে একা বেরতে দিতেন না অভিযুক্ত ৷ ব্যাঙ্ক ও অফিসেও মহিলার সঙ্গে যেতেন তিনি যাতে সে কোনও ভাবে পালিয়ে না যেতে পারে ৷ মহিলার পাশাপাশি তার নাবালিকা মেয়েকেও একাধিকবার ধর্ষণ করেছে অভিযুক্ত ৷ ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও রেকর্ডিং করে আশিষ ব্ল্যাকমেল করতে শুরু করে। কাউকে এই বিষয়ে জানালে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের ভিডিও আপলোডকরে দেওয়ার হুমকি দেখাতে থাকে ৷
advertisement
আতঙ্র কাটিয়ে অবশেষে অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ হয় মহিলা ৷ এরপর তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে মহিলাকে তার কাছ থেকে ১০টি ভিডিও ক্লিপ পাওয়া গিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
একমাস ধরে বিধবা মহিলা ও তাঁর মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশ কর্তার ছেলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement