বালাকোটের পর ফের বড় সাফল্য, পাকিস্তানে ৭টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত

Last Updated:

কমপক্ষে ৩৫ জইশ ও হিজবুল জঙ্গির মৃত্যু

#শ্রীনগর: বালাকোটের পর ফের সাফল্য ভারতের ৷ পাক অধিকৃত কাশ্মীরে আর্টিলারি হামলা ৷ বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷ জঙ্গিদের ঢোকাতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। তাংধারে পাক গোলায় দুই ভারতীয় জওয়ানের মৃত্যুর উপযুক্ত জবাব দিল ভারত ৷ সন্ত্রাসের বিরুদ্ধে ফের সেনার বড়সড় অভিযান ৷ পাক অধিকৃত কাশ্মীরের গজিয়ে ওঠা একাধিক সন্ত্রাসবাদী ঘাঁটি রবিবার সম্পূর্ণ গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা ৷ পাকজঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস করেছে ভারত ৷ অন্তত ৩৫ জইশ ও হিজবুল জঙ্গির মৃত্যু ৷
শেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় সেনার অভিযানে কমপক্ষে ৭টি সন্ত্রাসবাদী ঘাঁটি সম্পূর্ণ ধূলিসাৎ ৷ ৬ পাক জওয়ান নিহত, জখম ২৬ ৷ ভারতীয় সেনা সূত্রে খবর, উপত্যকায় উত্তেজনা তৈরির জন্য  জঙ্গি অনুপ্রবেশের প্রচেষ্টা সীমান্তপারে বহু দিন ধরেই চলছে ৷ এদিন সংঘর্ষবিরতি ভেঙে কুপওয়ারা জেলার তানঘর সেক্টরে রবিবার ভোর থেকেই শুরু হয় গুলির লড়াই ৷ তারই মাঝে চলে অনুপ্রবেশের প্রচেষ্টা ৷ পাক গুলিতে নিহত হয় ২ জওয়ান ৷ মৃত্যু হয় ২ নাগরিকেরও ৷ গোলাগুলিতে ১টি বাড়ি,চাল গুদাম ক্ষতিগ্রস্ত ৷
advertisement
ভারতীয় সেনা সূত্রে দাবি, জঙ্গিদের সীমান্তপার করে এদেশে ঢোকাতেই হামলা চালায় পাক সেনা। জবাবে তাংধারের উল্টো দিকে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ শুরু করে ভারতীয় সেনা ৷ নীলম উপত্যকার অন্তত ৪টি লস্কর ও জৈশ জঙ্গিদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে যায় ৷ লেপা উপত্যকা, জুরা-সহ আরও ছয় জায়গায় একের পর এক জঙ্গি ঘাঁটি ও লঞ্চপ্যাড ধ্বংস হয় ৷ তাতে খতম হিজবুল ও জইশের অন্তত ৩৫ জঙ্গি। ৬ পাক সেনারও মৃত্যু হয়৷
advertisement
advertisement
এ বছর ২৬ ফেব্রুয়ারি, সীমান্ত পেরিয়ে বালাকোটে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। কিন্তু, ইসলামাবাদ শিক্ষা নেয়নি। বারবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। চেষ্টা করেছে সীমান্তের ওপার থেকে জঙ্গিদের এ দেশে ঢোকাতে। সেপ্টেম্বর পর্যন্ত এবছর ২০৫০ বারেরও বেশি সময় সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ ২৩ জনেরও বেশি ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বালাকোটের পর ফের বড় সাফল্য, পাকিস্তানে ৭টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement