ভারতের এই শহরে আরও কড়া লকডাউন, খুলবে শুধু ওষুধ, দুধের দোকান

Last Updated:

মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮০ ছাড়িয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যে ১৩ জনের মৃত্যুও হয়েছে৷

#ভোপাল: করোনা ভাইরাস সংক্রমণ রুখতে এবার আরও কড়া পদক্ষেপ নিল মধ্যপ্রদেশ সরকার৷ সোমবার থেকে ভোপালে শুধুমাত্র ওষুধ এবং দুধের দোকান খুলে রাখার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন৷ অর্থাৎ, সোমবার থেকে ভোপালে সব্জি, মাছ, মাংসের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানও বন্ধ থাকবে৷ তবে স্থানীয় পুরনিগমের পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে৷
মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮০ ছাড়িয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যে ১৩ জনের মৃত্যুও হয়েছে৷ লকডাউনের মধ্যেও মানুষ দোকান বাজারে ভিড় করছিলেন৷ তাই বাধ্য হয়েই এবার কড়া পদক্ষেপ নিল ভোপাল প্রশাসন৷
মধ্যপ্রদেশে সবথেকে খারাপ অবস্থা ইন্দোরের৷ সেখানে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে৷ ভোপালে মৃত্যুর ঘটনা না ঘটলেও এখনও পর্যন্ত ১৫ জন আক্রান্ত হয়েছেন৷ ফলে আগে থেকেই আরও সতর্ক হচ্ছে ভোপাল প্রশাসন৷
advertisement
advertisement
ইতিমধ্যেই ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩৷ দেশে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে৷ ভারতের যে রাজ্যগুলিতে মারণ ভাইরাসের দাপট সবথেকে বেশি, তার মধ্যে অন্যতম মধ্যপ্রদেশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতের এই শহরে আরও কড়া লকডাউন, খুলবে শুধু ওষুধ, দুধের দোকান
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement