ম্যাগির নমুনা পুনরায় পরীক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের
Last Updated:
বুধবার আরও একবার ম্যাগির নমুনা পরীক্ষার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ মাইসোর ল্যাবেকে এদিন শীর্ষ আদালত ম্যাগিতে এমএসজি-র মাত্রা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ৷ মাইসোর ল্যাবকে ম্যাগির নমুনা পরীক্ষার পর আট সপ্তাহের মধ্যে কোর্টে রিপোর্ট জমা দিতে হবে ৷
#নয়াদিল্লি: বুধবার আরও একবার ম্যাগির নমুনা পরীক্ষার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ মাইসোর ল্যাবেকে এদিন শীর্ষ আদালত ম্যাগিতে এমএসজি-র মাত্রা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ৷ মাইসোর ল্যাবকে ম্যাগির নমুনা পরীক্ষার পর আট সপ্তাহের মধ্যে কোর্টে রিপোর্ট জমা দিতে হবে ৷
ম্যাগি ভারতের বাচ্চাদের কাছে খুব জনপ্রিয় ৷ ‘টু মিনিটস নুডলস’ ছাড়া দিন অচল ইয়ং প্রজন্মের ৷ তাই তাদের স্বাস্থ্যের কথা ভেবে আরও একবার ম্যাগির গুণমান সম্পর্কে নিশ্চিত হতে চায় সুপ্রিম কোর্ট ৷ তাই বুধবার জাস্টিস দীপক মিশ্রা আরও একবার ম্যাগির নমুনা পরীক্ষার নির্দেশ দেন ৷ এর আগে ম্যাগিতে মাত্রাতিরিক্ত পরিমাণে সীসা ও গ্লুটামিক অ্যাসিডের উপস্থিতির অভিযোগ তুলেছিল কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা ৷ সেই অভিযোগের ভিত্তিতে গত বছর এপ্রিলে ব্যান করা হয় নেসলে-র জনপ্রিয় ইনস্ট্যান্ট নুডলস ‘ম্যাগি’-কে ৷ রাজ্যের বিভিন্ন সরকারি পরীক্ষাগারের রিপোর্টের ভিত্তিতে সুরক্ষিত ঘোষিত হবার পর ২০১৫-এর নভেম্বরে বাজারে ফেরে ম্যাগি ৷ সুপ্রিম কোর্ট ম্যাগিকে সুরক্ষিত ঘোষণা করার পরও এনসিডিআরসি ডিসেম্বরে চেন্নাই ল্যাবকে নতুন করে ম্যাগির নমুনা পরীক্ষা করে দেখার নির্দেশ দেয় ৷ এই নির্দেশের বিরুদ্ধে নেসলে আপিল করে সুপ্রিম কোর্টে ৷ সেই মামলার শুনানির ভিত্তিতেই এই রায় দিয়েছে আদালত ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2016 1:58 PM IST