খরার দেশে সুখবর, সময়ের আগেই আসছে বর্ষা

Last Updated:

সূর্যের প্রচন্ড তাপে মাটি ফেটে ফুটিফাটা ৷ সামান্য জলের খোঁজে সূর্যের প্রখর তাপ মাথায় করে চলতে হচ্ছে মাইলের পর মাইল ৷ গরমে শুকিয়ে গিয়ে আস্ত একটা নদী ৷ ড্যামের জল তলানি ছুঁয়েছে ৷ দড়ি বেয়ে কুয়োর ২০-৩০ ফিট নীচে নামলে মিলছে এক কলসি জল ৷ প্রচণ্ড গরমে এ বছর খরার গ্রাসে পড়েছে মধ্য ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকা ৷ তীব্র জল কষ্ট ও জ্বালা পড়া গরমে খুশির বার্তা দিল মৌসম ভবন ৷ এবছর নির্ধারিত সময়ের আগেই বর্ষা আসছে দেশে ৷

#নয়াদিল্লি: সূর্যের প্রচন্ড তাপে মাটি ফেটে ফুটিফাটা ৷ সামান্য জলের খোঁজে সূর্যের প্রখর তাপ মাথায় করে চলতে হচ্ছে মাইলের পর মাইল ৷ গরমে শুকিয়ে গিয়ে আস্ত একটা নদী ৷ ড্যামের জল তলানি ছুঁয়েছে ৷ দড়ি বেয়ে কুয়োর ২০-৩০ ফিট নীচে নামলে মিলছে এক কলসি জল ৷ প্রচণ্ড গরমে এ বছর খরার গ্রাসে পড়েছে মধ্য ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকা ৷ তীব্র জল কষ্ট ও জ্বালা পড়া গরমে খুশির বার্তা দিল মৌসম ভবন ৷ এবছর নির্ধারিত সময়ের আগেই বর্ষা আসছে দেশে ৷
আগামী তিন-চারদিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে ভারতে। আবহাওয়া দফতর জানিয়েছে, এ রাজ্যে নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা ঢুকবে। চার-পাঁচ দিনের মধ্যে আন্দামান-নিকোবরে প্রবেশ করবে মৌসুমী বায়ু । দেশের মূল ভূখণ্ডে কেরলে ২৮-৩০ মে-র মধ্যে বর্ষা ঢুকে যাবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৬ জুনের মধ্যেই বাংলায় ঢুকবে মৌসুমী বায়ু ৷ অসহনীয় গরমের মধ্যেই এই স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। প্রচণ্ড গরমে এ বছর খরার গ্রাসে পড়েছে মধ্য ও পশ্চিম ভারতের বেশ কিছু অংশ। আগাম বর্ষা তাই গোটা দেশের কাছে খুশির খবর।
বাংলা খবর/ খবর/দেশ/
খরার দেশে সুখবর, সময়ের আগেই আসছে বর্ষা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement