Monkey Pox: ভারতে ভয় দেখাচ্ছে 'মাঙ্কি পক্স', কী কী পদ্ধতি মেনে হবে রোগীর চিকিৎসা ? জানাল এইমস

Last Updated:

আশির দশকে প্রথম মাঙ্কি পক্সের খোঁজ মেলে। তারপর থেকে মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতেই এই রোগ সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন ভারতেও এই রোগ উদ্বেগ বাড়াচ্ছে

AIIMS
AIIMS
নয়াদিল্লি: ভারতেও ভয় দেখাচ্ছে মাঙ্কি পক্স! চলতি মাসের শুরুতে কেরলের ত্রিশূরে মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে মৃত্যু হয় ২২ বছর বয়সী এক যুবকের। দিল্লিতেও মিলেছে মাঙ্কিপক্সে আক্রান্তের হদিস, সংক্রমিত ব্যক্তির বিদেশসফরের কোনও যোগ নেই। এর আগে কেরলে যে তিন জন মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছিলেন, তাঁরা সকলেই বিদেশ থেকে ফিরেছিলেন। বিশ্ব জুড়ে ৭৫টি দেশে ১৮ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র তরফে মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করা করা হয়েছে। ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করল হু।
হাসপাতালে মাঙ্কি পক্সে আক্রান্ত বা মাঙ্কি পক্স হতে পারে, এই সন্দেহে ভর্তি হওয়া রোগীর চিকিৎসায় কী কী সাবধানতা অবলম্বন করতে হবে? বিজ্ঞপ্তি জারি করল অল ইন্ডিয়া ইন্সটিট্যিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এইমস।
হাসপাতালে যদি কোন-ও রোগী জ্বর, র‍্যাশ বা মাঙ্কি পক্স আক্রান্তের সংস্পর্শে আসার ইতিহাস নিয়ে ভর্তি হন, তাহলে শুরুতেই তৎপর হতে হবে। মাঙ্কি পক্ষ-এর মূল উপসর্গগুলি চিহ্নিত করতে হবে, যেমন– জ্বর, মাথাব্যথা, পিঠে ব্যথা, লিমফ নোড ফুলে যাওয়া, কাঁপুনি, ক্লান্তি ও ত্বকে র‍্যাশ।
advertisement
advertisement
মাঙ্কি পক্স সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে শুরুতেই আইসোলেশনে রাখতে হবে। এইমস দিল্লির হাসপাতালের যে বেডগুলি মাঙ্কি পক্স সন্দেহে ভর্তি হওয়া রোগীদের জন্য সংরক্ষিত–33, 34, 35, 36, 37। এমার্জেন্সির সিএমও বলার পর এই বেড মাঙ্কি পক্স সন্দেহে ভর্তি হওয়া রোগীকে দেওয়া হবে। প্রাথমিকভাবে রোগীকে রাখা হবে মেডিসিন বিভাগ AB-7-এ, সেখান থেকে পাঠানো হবে সফদরজং হাসপাতালে।
advertisement
রোগী মাঙ্কি পক্সে আক্রান্ত হলে Integrated Diseade Surveillance Programme- এর আধিকারিকদের সঙ্গে ৮৭৪৫০১১৭৮৪ নম্বরে যোগাযোগ করতে হবে। জানাতে হবে রোগীর শারীরিক অবস্থা কেমন? রোগীর যোগাযোগ নম্বর ও ঠিকানা ।
advertisement
মাঙ্কি পক্স আক্রান্তের চিকিৎসা হবে দিল্লির সফদরজং হাসপাতালে। মাঙ্কি পক্স হতে পারে, এমন কোনও রোগী হাসপাতালে এলে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর সফদরজং হাসপাতালে রেফার করা হবে। রোগীকে নিয়ে যাওয়ার জন্য আলাদা অ্যাম্বুল্যান্স থাকবে। আপৎকালীন বিভাগে কর্মরত কর্মীদের ৮৯২৯৬৮৩৮৯৮ নম্বরে ফোন করে অ্যাম্বুল্যান্স কো-অর্ডিনেটরকে জানাতে হবে। পিপিই কিট পরে রোগীর চিকিৎসা করা বাধ্যতামূলক। গোটা চিকিৎসাপদ্ধতির ডকুমেন্টেশন রাখতে হবে।
advertisement
মাঙ্কি পক্স পশুবাহিত রোগ। যে ধরনের পশুর শরীর থেকে এই রোগ ছড়ানোর আশঙ্কা, তাদের বাস মূলত রেন ফরেস্টে। চিকেন পক্সের ক্ষেত্রে শরীরে র‌্যাশ কিংবা ফুসকুড়ি বেরোয়। কিন্তু মাঙ্কি পক্সের ক্ষেত্রে সারা গায়ের পাশাপাশি, লসিকাবাহেও ছড়িয়ে পড়ে সংক্রমণ। এই ভাইরাসের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। আশির দশকে প্রথম মাঙ্কি পক্সের খোঁজ মেলে। তারপর থেকে মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতেই এই রোগ সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন ভারতেও এই রোগ উদ্বেগ বাড়াচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Monkey Pox: ভারতে ভয় দেখাচ্ছে 'মাঙ্কি পক্স', কী কী পদ্ধতি মেনে হবে রোগীর চিকিৎসা ? জানাল এইমস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement