Money Heist: মানি হেইস্ট দেখে নিজেদের নামকরণ, দিল্লি গ্যাংয়ের ১৫০ কোটি টাকা প্রতারণা! নাম জুড়ল শিলিগুড়িরও

Last Updated:

Money Heist: তারা সোশ্যাল মিডিয়ায় স্টক মার্কেটে বিনিয়োগ করে ভালো রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারণা করেছে বলে জানতে পেরেছে পুলিশ।

দিল্লিতে গ্রেফতার মানি হেইস্ট গ্যাং
দিল্লিতে গ্রেফতার মানি হেইস্ট গ্যাং
নয়াদিল্লি: নেটফ্লিক্সে Money Heist দেখে অনুপ্রাণিত হয়ে দিল্লির একটি গ্যাং একটি জটিল পরিকল্পনার মাধ্যমে ১৫০ কোটি টাকা চুরি করেছে। গ্যাংয়ের সদস্যরা থ্রিলারের চরিত্রগুলির নামে নিজেদের নামকরণও করেছিল। তারা অনলাইনে মানুষকে প্রতারণা করে আরও ২৩ কোটি টাকা লুঠ করেছে ওই চক্রের সদস্যদের মধ্যে যাদের শনাক্ত করা হয়েছে, তারা হল অর্পিত, প্রভাত এবং আব্বাস। তাদের দিল্লি পুলিশ গ্রেফতার করেছে।
advertisement
তারা সোশ্যাল মিডিয়ায় স্টক মার্কেটে বিনিয়োগ করে ভালো রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারণা করেছে বলে জানতে পেরেছে পুলিশ তদন্ত সূত্রে উঠে এসেছে, ওই চক্রের সদস্যরা ওয়েব সিরিজ দেখে অনুপ্রাণিত হয়ে সিরিজের চরিত্রের নামেই নিজেদের নামকরণ করেছিল।
advertisement
advertisement
অভিযুক্ত অর্পিত, পেশায় একজন আইনজীবী, নিজেকে প্রোফেসর নাম দিয়েছিল। স্নাতক প্রভাত নিজের নাম দিয়েছিল আমান্ডা। আব্বাসের নাম ছিল ফ্রেডি। তারা সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি গোপন গ্রুপ তৈরি করেছিল, সেখানে তারা স্টক মার্কেটে বিনিয়োগে উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলুব্ধ কর
advertisement
ভাবে তারা মানুষকে প্রতারণা করেছে? সোশ্যাল মিডিয়া এবং WhatsApp-এ ডজন ডজন গ্রুপ তৈরি করেছিল তারা। যেখানে তারা স্টক মার্কেট পরামর্শ এবং টিপস শেয়ার কর। তারপর তারা প্রতিশ্রুতি দিত, তাদের মাধ্যমে বিনিয়োগ করলে চমৎকার রিটার্ন পাওয়া যাবে প্রথমে অল্প অর্থের রিটার্ন দিয়ে তারা সেই গ্রাহকদের বিশ্বাস অর্জন করত। তারপর কেউ বেশি পরিমাণে বিনিয়োগ করলেই অ্যাকাউন্টটি ব্লক হয়ে যেত।
advertisement
যারা তাদের টাকা তুলে নেওয়ার চেষ্টা করত, তাদের আরও অর্থের প্রলোভন দিত তারা। এই পদ্ধতি ব্যবহার করে গ্যাংটি সারা দেশে ৩০০ জনেরও বেশি মানুষকে প্রতারণা করেছে। পুলিশ বলেছে, এই গ্যাংয়ের সদস্যরা বিলাসবহুল হোটেলে থাকত। শুধুমাত্র মোবাইল ফোন এবং ল্যাপটপ ব্যবহার করে প্রতারণা চালাত তারা। তদন্তের অংশ হিসাবে পুলিশ উত্তর প্রদেশের নয়ডা ও পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে। এখন পর্যন্ত পুলিশ ১১টি মোবাইল ফোন, ১৭টি SIM কার্ড, ১২টি ব্যাংক পাসবুক এবং চেকবুক, ৩২টি ডেবিট কার্ড এবং অসংখ্য অনলাইন লেনদেন এবং হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট উদ্ধার করেছে। লেনদেন, কল রেকর্ড এবং ইন্টারনেট লগের বিশ্লেষণ করে পুলিশ জানতে পেরেছে কিছু চিনা কয়েকজন সন্দেহভাজনও প্রতারণায় জড়িত ছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Money Heist: মানি হেইস্ট দেখে নিজেদের নামকরণ, দিল্লি গ্যাংয়ের ১৫০ কোটি টাকা প্রতারণা! নাম জুড়ল শিলিগুড়িরও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement