Delhi Violence| 'নমাজ পড়ে বাচ্চাদের জন্য মিষ্টি কিনে ফিরছিলাম, ওরা রড নিয়ে ঘিরে ধরল'

Last Updated:

দিল্লির হিংসার এই ছবিটি ভাইরাল ইন্টারনেটে৷ উত্তর-পূর্ব দিল্লির ওই ছবিটিই বলে দিচ্ছে, দিল্লিতে ঠিক কী অবস্থা!

#নয়াদিল্লি: একটি লোক দু হাত দিয়ে মাথা চেপে ধরে উবু হয়ে বসে আছে৷ রক্তাক্ত৷ তাঁকে ঘিরে ধরে লাঠি, রড, হকি স্টিক দিয়ে মারছে অনেক লোক৷ দিল্লির হিংসার এই ছবিটি ভাইরাল ইন্টারনেটে৷ উত্তর-পূর্ব দিল্লির ওই ছবিটিই বলে দিচ্ছে, দিল্লিতে ঠিক কী অবস্থা!
ভদ্রলোকের নাম মহম্মদ জুবেইর৷ সেই জুবেইর ইন্ডিয়ান এক্সপ্রেস-কে একটি সাক্ষাত্‍কার দিয়েছেন৷ কী ভাবে তাঁকে মারা হয়, কী জন্য তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, জানালেন সব৷ জুবেইরের কথায়, 'গত মঙ্গলবারের কথা৷ আমি তখন নমাজ পড়তে বেরিয়ে ছিলাম৷ বাচ্চাদের জন্য মিষ্টি কিনে ফিরছিলাম বাড়ি৷ হঠাত্‍ আমায় ঘিরে ধরল একটি ভিড়৷ তাদের হাতে লোহার রড, হকি স্টিক, লাঠি৷'
advertisement
advertisement
জুবেইর বললেন, 'আমার হাড়গোড় ভেঙে না-যাওয়া পর্যন্ত ওরা মারল৷ আমি ওদের কাছে প্রাণভিক্ষা চাইলাম৷ ওরা আমায় আমার ধর্ম তুলে গালিগালাজ করতে শুরু করল৷ আমি ওদের পায়ে পড়লাম, আরও মারতে লাগল৷ ওরা মাঝে মাঝে বিজেপি নেতা কপিল শর্মার নাম বলছিল৷ তারপর বেশি কিছু মনে পড়ছে না৷ তীব্র মার খেতে খেতে আমার মাথায় তখন ঘুরছে, আমার সন্তানরা নিরাপদে আছে তো? পরে আমার ওই ছবিটি দেখে, তাকাতে পারছি না৷ আমার পায়ে তীব্র যন্ত্রণা৷'
advertisement
জুবেইর যতক্ষণ অজ্ঞান হয়নি, ততক্ষণ পর্যন্ত মারা হয়৷ শরীরে প্রচুর আঘাতের চিহ্ন৷ তাঁকে জিটিবি হাসপাতালে ভর্তি করা হয় অচৈতন্য অবস্থায়৷ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকে তিনি দিল্লিতেই তাঁর এক তুতো ভাইয়ের বাড়িতে রয়েছেন৷
জুবেইর পেশায় মজুর৷ দুই মেয়ে ও এক ছেলের বাবা৷ প্রত্যেকেরই বয়স ৬ বছরের নীচে৷ পরিবারকে উত্তরপ্রদেশে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তিনি৷ দিল্লির চাঁদবাগের বাসিন্দা তিনি৷
advertisement
জুবেইরের পরিবার ও ভাইরা ভয়ে কাঁপছেন৷ দু কামরার একটি ঘরে তাঁরা বন্দি রয়েছেন৷ এফআইআর করতে ভয় পাচ্ছেন তাঁরা৷ পরিবারের বক্তব্য, জুবেইর বেঁচে ফিরেছেন, এটাই প্রাপ্তি৷
দিল্লি পুলিশ জানিয়ছে, ১১টি এফআইআর এখনও পর্যন্ত দায়ের হয়েছে৷ দিল্লি হিংসায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Violence| 'নমাজ পড়ে বাচ্চাদের জন্য মিষ্টি কিনে ফিরছিলাম, ওরা রড নিয়ে ঘিরে ধরল'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement