#নয়া দিল্লি: দিল্লি এখন মাফলার ম্যানের ম্যাজিক দেখছে৷ কয়েকদিন আগেই লোকসভা ভোটে এই দিল্লি থেকেই বিজেপির পক্ষে রায় দিয়েছিলেন সাধারণ মানুষ৷ তখন তল পায়নি আপ৷ কিন্তু ২০২০ বিধানসভা নির্বাচনে যেন তল পেল না বিজেপি৷ ৭০ আসনের মধ্যে সিংহভাগ আসনে জয় পাকা করে ফেলল আপ৷ তারপর সমস্ত বিরোধী পক্ষের তাবড় নেতারা শুভেচ্ছা জানালেন কেজরিওয়ালকে৷ মোদি সারাদিন চুপই ছিলেন৷ কিছু লেখেননি অমিত শাহও৷ সন্ধ্যে সাড়ে ছ’টায় টুইটারে ঠিক দু’লাইনে শুভেচ্ছা বার্তা দিয়ে কাজ সারলেন নরেন্দ্র মোদি৷ তিনি লিখলেন, ‘আপ ও অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি বিধানসভা নির্বাচনে ভাল ফল করার জন্য শুভেচ্ছা৷ দিল্লির সাধারণ মানুষের সমস্ত আশা আকাঙ্খা পূরণে তাঁরা সাফল্য পান সেই কামনা করি৷
এরপরেই মোদিকে টুইটারেই জবাব দিয়েছেন কেজরিওয়াল৷ তিনি লিখেছেন, ‘ধন্যবাদ স্যার৷ আমি কেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে আমাদের রাজধানীকে পৃথিবীর অন্যতম সেরা শহরে পরিণত করতে চাই৷’
Thank u so much sir. I look forward to working closely wid Centre to make our capital city into a truly world class city. https://t.co/IACEVA091c