#StayHome: কেন থাকতে হবে গৃহবন্দি? জনগণকে সচেতন করাতে সংবাদমাধ্যমকে বিশেষ দায়িত্ব পালনের অনুরোধ মোদির
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
করোনাকে হারাতে গোটা দেশকে একসঙ্গে লড়তে হবে ৷
#নয়াদিল্লি: করোনাকে হারাতে গোটা দেশকে একসঙ্গে লড়তে হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তায় প্রথম থেকেই উঠে আসছিল একথা ৷ প্রধানমন্ত্রীর বার্তাকে মাথায় রেখেই রবিবার গোটা দেশ পালন করেছে জনতা কার্ফু ৷ তবে এবার আরও বেশি সচেতন ও সতর্ক হওয়ার কথা বললেন মোদি ৷ করোনা রুখতে ঘরবন্দি হয়ে থাকাকেই একমাত্র গুরু পদক্ষেপ বলে বিবেচ্য করছেন প্রধানমন্ত্রী মোদি ৷ আর তাই ঘরবন্দি হয়ে থেকে সামাজিক দুরত্ব বজায় রাখার ব্যাপারে দেশবাসীকে আরও সচেতন করতে এবার দেশের প্রত্যেকটি সংবাদমাধ্যমকে এগিয়ে আসার অনুরোধ করলেন তিনি৷
ট্যুইট করে প্রধানমন্ত্রী লিখলেন, ‘দেশের সব সংবাদমাধ্যমকে অনুরোধ করছি ৷ এই সময়ে সামাজিক দুরত্বকে বজায় রাখতে হবে ৷ গৃহবন্দি হয়ে থাকতে হবে৷ এই বার্তা দেশের প্রত্যেকটি মানুষের কাছে যাতে পৌঁছে যায় , তার জন্য সব রকমভাবে এগিয়ে আসুন ৷ ’
দেখুন মোদির সেই ট্যুইট---
advertisement
One thing I specially requested all media houses to do is to keep reiterating the importance of social distancing and being indoors. I urge them to keep stating- #StayHome.
— Narendra Modi (@narendramodi) March 23, 2020
advertisement
Location :
First Published :
March 23, 2020 8:08 PM IST