দারিদ্র দূরীকরণকে কোনও গুরুত্বই দেয়নি কংগ্রেস সরকার, মন্তব্য মোদির

Last Updated:
#মহারাষ্ট্র: দারিদ্র দূরীকরণের বিষয়টিকে কংগ্রেস সরকার কোনও দিনই গুরুত্ব দেয়নি, শুক্রবার এই মর্মেই বিরোধী গোষ্ঠীকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পরিবারতন্ত্রকে অক্ষুণ্ণ রাখা ছাড়া আর কোনও কাজই তাঁরা মন দিয়ে করেননি, জানিয়েছেন মোদি ।
তিনি আরও জানিয়েছেন বর্তমান সরকার সমাজকল্যাণমূলক প্রকল্পগুলিতে অনেক দ্রুত কাজ করছে । গত চার বছরে দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে জরুরি পদক্ষেপ নিয়ে চলেছে । মোদি জানিয়েছেন অতীতের যাবতীয় রাজনৈতিক সিদ্ধান্ত কেবলমাত্র একটি পরিবারের নামকে রাজনৈতিক প্রাঙ্গনে অক্ষুণ্ণ রাখার জন্য নেওয়া হত; ভোটব্যাঙ্কের রাজনীতির জাঁতাকলে সাধারণ মানুষের স্বার্থ অগ্রাহ্য করা হয়েছে যথেচ্ছভাবে ।
advertisement
advertisement
২০২২ সালের মধ্যে ভারতে একজনও গৃহহীন থাকবেন না এই উদ্দেশ্যেই নিরলসভাবে কাজ করে চলেছে বর্তমান সরকার,জানিয়েছেন মোদি । কংগ্রেস সরকারের সঙ্গে তুলনা করে তিনি জানিয়েছেন আগের সরকার গরীবদের জন্য ২৫ লক্ষ বাড়ি নির্মাণ করেছিল কিন্তু মোদি সরকার একই সময়ের মধ্যে দরিদ্র সীমায় বসবাসকারীদের জন্য ১.২৫ কোটি বাড়ি নির্মাণ করেছে । এই কাজ করতে কংগ্রেস সরকারের সময় লাগত প্রায় ২০ বছর, কটাক্ষ করেছেন মোদি ।
বাংলা খবর/ খবর/দেশ/
দারিদ্র দূরীকরণকে কোনও গুরুত্বই দেয়নি কংগ্রেস সরকার, মন্তব্য মোদির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement