IPPB : এক ফোনেই কোটি টাকার ঋণ দিয়েছে ইউপিএ, ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি, কটাক্ষ প্রধানমন্ত্রীর

Last Updated:

২০১৪ সালে এনডিএ ক্ষমতায় আসার পর থেকে এই ব্যাপারে রাশ টেনেছে

#নয়াদিল্লি: শনিবার প্রথম পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুধু তাই নয় বিগত ইউপিএ সরকারকে তুলোধুনো করতে ছাড়েননি ৷ তিনি মন্তব্য করেছেন ফোন-আ-লোন প্রকল্পের মাধ্যমে বহু মানুষ ঋণ নিয়ে পরে ঋণ খেলাপি হয়েছেন ৷
পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্ক সমন্ধে প্রধানমন্ত্রী ব্যাখ্যা দিতে গিয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি) শুভ সূচনা হয়েছে ৷ প্রথম অ্যাকাউন্ট প্রধানমন্ত্রীর নামের তৈরি হয়েছে ৷ এই পেমেন্ট ব্যাঙ্কের উদ্দেশ্যই পোস্ট অফিসের পরিষেবা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে দেওয়া ৷
প্রধানমন্ত্রী জানিয়েছেন স্বাধীনতার পর থেকে ২০০৮ পর্যন্ত প্রায় ১৮ কোটি মানুষকে ঋণ দিয়েছে ব্যাঙ্ক ৷ পরবর্তী ৬ বছরে টাকার অঙ্কটি দাঁড়িয়েছে ৫২ লক্ষ কোটি ৷ প্রধানত এই বিপর্যয় ঘটেছে একটি মাত্র ফোন কল প্রকল্পের মাধ্যমেই ৷ অন্যের বহু প্রভাবশালীর প্রভাবেই কোটি কোটি টাকা ঋণ দিয়েছে ৷ পেনশনের ক্ষেত্রেও বেড়েছে অনিয়ম ৷
advertisement
advertisement
এরপর তিনি আরও যোগ করেছেন ২০১৪ সালে এনডিএ ক্ষমতায় আসার পর থেকে এই ব্যাপারে রাশ টেনেছে ৷ এর চার বছরের শাসনকালে ৫০ কোটি টাকার উপরে ঋণের ক্ষেত্রে সব নথি খুঁটিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে ৷ ঋণ খেলাপিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে তাঁর সরকার ৷ ১২টি বড় ঋণ খেলাপির বিরুদ্ধে কাজ শুরু করেছে ৷ যাদের ঋণখেলাপি মোট অর্থমূল্য ১.৭৫ লক্ষ কোটি টাকার এবং বাকি ২৭ জন ঋণখেলাপির খেলাপ করা অর্থের পরিমাণ ১ লক্ষ কোটি টাকা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
IPPB : এক ফোনেই কোটি টাকার ঋণ দিয়েছে ইউপিএ, ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি, কটাক্ষ প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement