সন্ধি করতেই কুমারস্বামীকে ফিটনেস চ্যালেঞ্জ মোদির?
Last Updated:
ফিটনেস চ্যালেঞ্জটা নিয়েই ফেললেন নরেন্দ্র মোদি৷ আর সঙ্গে চ্যালেঞ্জ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে নিজের ফিটনেস প্রমাণ করতে
#নয়াদিল্লি: ফিটনেস চ্যালেঞ্জটা নিয়েই ফেললেন নরেন্দ্র মোদি৷ আর সঙ্গে চ্যালেঞ্জ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে নিজের ফিটনেস প্রমাণ করতে৷ কর্নাটক দখলে সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলেন স্বামী ও তাঁর দল জেডিএস৷ এবার মোদির পালা৷ এই পরিস্থিতিতে কুমারস্বামীকে ফিট প্রমাণ করার আর্জি অকুতোভয় মোদির পক্ষেই সম্ভব৷
বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করেন মোদি৷ প্রতিদিন সকালে প্রধানমন্ত্রী ভবনের বাগানে চলে তার শরীরচর্চা৷ পঞ্চতত্বের পাঁচ উপাদনে (পৃথিবী,জল, অগ্নি, বায়ু, আকাশ) ভর করেই চলে তাঁর চর্চা৷ নিঃশ্বাস প্রশ্বাস সচল রাখতেও নিয়মিত অনুলোম-বিলোম ছাড়াও চলে যোগভ্যাস৷ মার্চ মাসের শুরুর দিকে মন কি বাত অনুষ্ঠানে শারীরিক সুস্থতার কথা বলেন প্রধানমন্ত্রী৷ তারপর সোশ্যাল মিডিয়ায় ক্রীড়ামন্ত্রীই শুরু করেন এই চ্যালেঞ্জ গেম৷ এতে সামিল হন বিশিষ্টজনেরা৷
advertisement
advertisement
এবার মোদির চ্যালেঞ্জ করলেন কুমারস্বামী ও টেবিল টেনিস খেলোয়ার মনিকা বাত্রাকে৷ মোদির চ্যালেঞ্জর উত্তর দিয়েছেন কুমারস্বামী৷ তিনি জানিয়েছেন যে তিনি নিয়মিত শরীরচর্চা করেন৷ তবে তিনি নিজের রাজ্যের স্বাস্থ্য নিয়েই বেশি চিন্তিত এবং প্রধানমন্ত্রীর কাছে সবরকম সাহায্য চান৷
advertisement
এবার দেখে নিন মোদির শরীরচর্চার ভিডিও....
Here are moments from my morning exercises. Apart from Yoga, I walk on a track inspired by the Panchtatvas or 5 elements of nature - Prithvi, Jal, Agni, Vayu, Aakash. This is extremely refreshing and rejuvenating. I also practice breathing exercises. #HumFitTohIndiaFit pic.twitter.com/km3345GuV2
— Narendra Modi (@narendramodi) June 13, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 13, 2018 11:45 AM IST