Modi On Crime Against Women: 'নারীদের বিরুদ্ধে যারা 'অপরাধী' তারা...', আরজি করে ধর্ষণ-খুনের প্রতিবাদে উত্তাল দেশে রবিবার বড় 'বার্তা' মোদির
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Modi on Crime Against Woman: রবিবার মহারাষ্ট্রের জলগাঁও-তে 'লাখপতি দিদি'দের সম্মেলনে মোদির মুখে শোনা গেল নারী বিরোধী অপরাধীর কঠোর শাস্তির আশ্বাসবাণী। এ বিষয়ে ভারতীয় ন্যায় সংহিতার বিধানের কথা উল্লেখও করলেন তিনি।
নয়াদিল্লি : যারা মহিলাদের বিরুদ্ধে অপরাধে অপরাধী হিসেবে সনাক্ত হবে তাদের কঠোরতম শাস্তি হবেই। এমনই কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। রবিবার মহারাষ্ট্রের জলগাঁও-তে ‘লাখপতি দিদি’দের সম্মেলনে মোদির মুখে শোনা গেল নারী বিরোধী অপরাধীর কঠোর শাস্তির আশ্বাসবাণী। এ বিষয়ে ভারতীয় ন্যায় সংহিতার বিধানের কথা উল্লেখও করলেন তিনি। মহিলাদের নিরাপত্তায় নয়া আইন প্রণয়ণে রাজ্যকে সহায়তার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
কর্তব্যরত অবস্থায় আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন নিয়ে তোলপাড় গোটা দেশ। তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতে। শহর, রাজ্য তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসকরা কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার দাবিতে রীতিমতো কর্মবিরতি পালন করেছেন।
advertisement
advertisement
নারী নির্যাতন বিশেষত যৌন হেনস্তার মতো স্পর্শকাতর ইস্যুতে আরও কড়া আইন আনার প্রয়োজনীয়তার কথা কেন্দ্রের কাছে তুলে ধরেছেন দলমত নির্বিশেষে রাজনীতিকরা। ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন।
#WATCH | Maharashtra: Addressing the Lakhpati Didi Sammelan in Jalgaon, Prime Minister Narendra Modi says “The new laws have provision for death penalty and life imprisonment for sexual crimes against minors. There have been many cases of cheating in the name of marriage with… pic.twitter.com/nYipfBKNjS
— ANI (@ANI) August 25, 2024
advertisement
এদিনের সভায় আর জি করের নাম না নিয়েও নারীবিরোধী অপরাধে কড়া শাস্তির জন্য প্রয়োজনীয় আইনের কথা বললেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদির কথায়, “নাবালক-নাবালিকাদের উপর যৌন হেনস্তার মতো ঘটনার শাস্তি হিসেবে এখনকার আইনে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু এসব ছাড়াও তাদের উপর নানাধরনের হিংসার ঘটনা ঘটে। কোন অপরাধে কী শাস্তি, তা নির্দিষ্ট করা নেই।”
advertisement
“তবে ভারতীয় ন্যায় সংহিতায়তা স্পষ্টভাবে বলা রয়েছে। আমি আপনাদের নিশ্চিত করছি, মহিলাদের উপর সবরকম অত্যাচার বন্ধ করে রাজ্য সরকারগুলির পদক্ষেপে পাশে আছে কেন্দ্র। আমাদের সরকার অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে বদ্ধপরিকর।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2024 3:55 PM IST