Modi On Afghanistan Crisis : মোদিতেই ভরসা! ‘তালিবান ত্রাস’ থেকে বাঁচতে প্রধানমন্ত্রীকে রাখি-শুভেচ্ছা আফগান বোনেদের...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Modi On Afghanistan Crisis : তালিবানি অত্যাচারের ভয় তাড়িয়ে বেড়াচ্ছে আফগান মেয়েদের(Afghan Women)। প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতা যেন আরও অন্ধকারে ঠেলে দিচ্ছে।
#নয়াদিল্লি : ভয়াবহ অবস্থা আফগানিস্তানে(Afghanistan Crisis)। ঘরে ঘরে শুধু ভয়, কান্নার রোল আর দুঃস্বপ্নের ইঙ্গিত। আফগানিস্তানের(Afghanistan) চুয়াল্লিশটি প্রদেশের অন্যতম দয়াকুন্ডি। সেই প্রদেশের বছর পঁচিশের এক তরুণী সরকারি কর্মচারী গত সাত দিন ধরে কাবুলে তার বন্ধুর বাড়িতে লুকিয়ে আছেন। তালিবানি অত্যাচারের ভয় তাড়িয়ে বেড়াচ্ছে তাঁদের মত আফগান মেয়েদের(Afghan Women)। প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতা যেন আরও অন্ধকারে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে ওই তরুণী সরকারি কর্মচারী ও তাঁর বন্ধুরা প্রাণ রক্ষার আবেদন জানিয়ে ই-রাখি পাঠালেন এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(PM Narenndra Modi)। সঙ্গে পাঠালেন অডিও বার্তা।
একটি সর্বভারতীয় পত্রিকার সঙ্গে কথা বলেছিলেন ওই আফগান তরুণী। সেখানেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য একটি অডিও বার্তা পাঠিয়েছেন। তিনি বলেন যে তিনি মোদির কাছে একটি ই-রাখি পাঠিয়েছেন এবং আফগানিস্তানের সমস্ত মহিলাদের সাহায্য করার অনুরোধ জানিয়েছেন যাদের জীবন এবং মর্যাদা বিপন্ন।
যে অডিও-বার্তা ওই তরুণী পাঠিয়েছেন তার ইংরেজি তর্জমা শেয়ার করেছে ওই সর্বভারতীয় পত্রিকাটি। যার সারমর্ম এরকম :
advertisement
advertisement
"মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি
আমি আপনাকে রাখিতে শুভেচ্ছা জানাতে চাই। এটি ভারতে পালিত একটি উৎসব। বোনরা তাদের ভাইয়ের কব্জিতে রাখি বেঁধে দেয় এবং ভাইরা প্রতিশ্রুতি দেয় যে তাঁরা বোনেদের প্রয়োজনের সময় তাঁদের রক্ষা করবে।
আফগানিস্তানের সকল মহিলাদের পক্ষ থেকে, আমি আপনাকে একটি ই-রাখি পাঠাচ্ছি। আমি কাবুলে লুকিয়ে আছি। আমি একজন সরকারী কর্মচারী এবং আমি আমার ভাগ্য কী তা জানি।
advertisement
যদি আমি তালিবান জঙ্গিদের হাতে পড়ি, তারা আমার উপর চরম অত্যাচার করবে অথবা আমাকে হত্যা করবে। তারা এখানে কাবুলে মহিলাদের সঙ্গে তেমনই করছে। বিশেষ করে, যারা সরকারি চাকরিতে আছেন।
আমি হাত জোড় করে অনুরোধ করছি যে, দয়া করে আমাদের ভারতে আসার জন্য ভিসা দিন। দয়া করে আমাদের সম্মান এবং জীবন বাঁচান। তালিবান জঙ্গিদের হাতে পড়ার আগেই আজ এখানে অনেক নারী আত্মহত্যা করতে প্রস্তুত।
advertisement
আমরা পুরুষদের থেকে বেশি দুর্বল। দয়া করে সকল মহিলাদের ভিসা প্রদান করুন যাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে আমরা আপনাকে আপনার নিজের দেশে ফিরে আসার প্রতিশ্রুতি দিচ্ছি।
আপনি একজন মহান নেতা। দয়া করে এমন বোনের কান্না শুনুন যিনি সাহায্য না করলে নিষ্ঠুর পরিণতির মুখোমুখি হবেন।
প্লিজ স্যার, প্লিজ স্যার… আমি আপনার প্রতিক্রিয়ার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছি… ”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 22, 2021 7:29 PM IST