Modi Nobel Prize: বিশ্বনেতা হিসেবে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার মোদি..! বললেন মার্ক মোবিয়াস
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
এবার নোবেল শান্তি পুরস্কারের দাবিদার হিসেবে উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। প্রবীণ বিনিয়োগকারী মার্ক মোবিয়াস মঙ্গলবার বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ব মঞ্চে রাজনৈতিক স্পেকট্রামের সব পক্ষের সঙ্গে সংলাপ করতে সক্ষম এবং তার প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।
নয়াদিল্লি: এবার নোবেল শান্তি পুরস্কারের দাবিদার হিসেবে উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। প্রবীণ বিনিয়োগকারী মার্ক মোবিয়াস মঙ্গলবার বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ব মঞ্চে রাজনৈতিক স্পেকট্রামের সব পক্ষের সঙ্গে সংলাপ করতে সক্ষম এবং তার প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।
আইএএনএস-এর সঙ্গে একান্ত আলাপচারিতায়, ৮৮ বছর বয়সি মোবিয়াস বলেন, বিশ্ব অশান্তি বিশেষ করে বর্তমান পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে দ্বন্দ্ব এবং চলতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী মোদিই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তিরক্ষক হয়ে উঠতে পারেন আগামী দিনে।
advertisement
advertisement
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদি একজন মহান নেতার পাশাপাশি একজন মহান মানুষ। তিনি একজন খুব ভাল মানুষ। আমি মনে করি আন্তর্জাতিকভাবে তাঁর ভূমিকা আগামী দিনে আরও বাড়বে।” জোরের সঙ্গে মবিয়াস আরও বলেন, “মোদি বিশ্বব্যাপী রাজনৈতিক মঞ্চে সব পক্ষের সঙ্গে আলোচনা করে এগিয়ে যেতে খুব গুরুত্বপূর্ণ শান্তিপ্রণেতা হয়ে উঠতে পারেন”।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2024 6:56 PM IST