নেহেরুর নীতিই কাশ্মীরের বিকাশে বাধা, পটেল মেটাতে পারতেন সমস্যা, কাশ্মীর ইস্যুতে মোদির মন্তব্য

Last Updated:
#নয়াদিল্লি: স্বাধীনতার পর থেকে কাশ্মীর নিয়ে সমস্যা ও বিতর্ক অব্যাহত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে, নেহেরুর নীতিই কাশ্মীরের অগ্রগতির পথে বাধা ৷ তৎকালীন গৃহমন্ত্রী সরকার বল্লভ ভাই পটেলের হাতে এই ইস্যু থাকলে তিনি এর সমাধান করে ফেলতেন বলেই অভিমত নরেন্দ্র মোদির ৷ কিন্তু পন্ডিত জওহরলাল নেহেরু এই কাশ্মীর সমস্যা নিজের হাতেই সমাধান করবেন বলে মনস্থ করেছিলেন, তাই আজও এর সমাধান ঘটেনি বলে মন্তব্য করেন মোদি ৷
২০১৯ লোকসভা ভোটের আগে নিউজ ১৮ নেটওয়ার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে কাশ্মীর ইস্যু নিয়ে তিনি বলেন, ‘কাশ্মীরের সমস্যা বহু পুরোন ৷ জন্মলগ্ন থেকে কাশ্মীরে নানা বিতর্ক ৷ বল্লভভাই দায়িত্ব পেলে পরিস্থিতি ভিন্ন হত ৷ কিন্তু কাশ্মীর সমস্যা নেহরু নিজেই মেটাতে চান ৷’
advertisement
স্বাধীনতার পর থেকে চলে আসা সমস্যা নিয়ে আজও জর্জরিত কাশ্মীর ৷ এই নিয়ে মোদিজী বলেন, ‘বহু সেনার প্রাণ গিয়েছে ৷ সরকার কাশ্মীরের জন্য অনেক করেছে ৷ কাশ্মীর নিয়ে আগের সরকারের ব্যর্থতা ৷ লাদাখ বা জম্মুতে কোনও সমস্যা নেই ৷ উপত্যকার কয়েকটি জেলাতে শুধু সমস্যা ৷ কাশ্মীরে চাকরি ও বিনিয়োগ দরকার ৷ ৩৭০ ধারা সেই উন্নয়নের পথে বাধা ৷ কাশ্মীরে আগ্রহ দেখান না বিনিয়োগকারীরা ৷ কাশ্মীরে নেহেরুর নীতিই এখনও বাধা ৷’
advertisement
advertisement
কাশ্মীরের অন্যতম প্রধান বিষয়, ৩৭০ ও ৩৫এ ধারা নিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘কাশ্মীরে সমস্যা ৫০ পরিবারের জন্য ৷ তারা ঘোলা জলে মাছ ধরছে ৷ তারা চায় না, সাধারণ কাশ্মীরি সুবিধা পাক ৷ সাধারণ মানুষকে তারা ব্যবহার করে ৷ আইটি হানায় তাদের অনেকে জালে ৷ পাথরবাজদের অর্থ যোগায় পাকিস্তান ৷ জনসাধারণ এদের থেকেই স্বাধীনতা চায় ৷ জনসাধারণের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা ৷ ৫০ বছর ধরে খেলছে এই পরিবারগুলি ৷’
advertisement
News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেন, পিডিপির সঙ্গে জোট কি ভুল হয়েছিল? উত্তরে মোদি বলেন, ‘পিডিপির সঙ্গে জোট একটা পরীক্ষা ৷ কেউ একা সরকার গড়তে পারত না ৷ ভেবেছিলাম পিডিপি ও এনসি জোট করবে কিন্তু, তারা একে অপরের চোখের বালি ৷ আমরা ২-৩ মাস পর আলোচনা করি ৷ জানতাম, আমাদের আদর্শ খাপ খায় না ৷ জোটে অনিচ্ছা ছিল মেহবুবা মুফতির ৷ তারপরেই রাষ্ট্রপতি শাসন জারি হয় ৷ পঞ্চায়েত ভোটে পশ্চিমবঙ্গে অশান্তি হয়েছে কিন্তু, শান্ত ছিল জম্মু-কাশ্মীর ৷ সংবাদমাধ্যম কাশ্মীরে শুধু জঙ্গিহানা দেখে কিন্তু, সেখানে বহু উন্নয়নও হয়েছে ৷’
advertisement
নরেন্দ্র মোদির মতে, কাশ্মীরের জন্য বানানো আলাদা আইন ও নেহেরুর নীতিই রাজ্যের অনেক ক্ষতি করেছে ৷ পন্ডিত নেহেরু জম্মু-কাশ্মীরের জন্য তখন এমন কিছু নিয়ম বানিয়েছিলেন যা এখন রাজ্যে অনেক সমস্যার সৃষ্টি করছে ৷
https://youtu.be/h0KXnhV7wSY
বাংলা খবর/ খবর/দেশ/
নেহেরুর নীতিই কাশ্মীরের বিকাশে বাধা, পটেল মেটাতে পারতেন সমস্যা, কাশ্মীর ইস্যুতে মোদির মন্তব্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement