নেহেরুর নীতিই কাশ্মীরের বিকাশে বাধা, পটেল মেটাতে পারতেন সমস্যা, কাশ্মীর ইস্যুতে মোদির মন্তব্য

Last Updated:
#নয়াদিল্লি: স্বাধীনতার পর থেকে কাশ্মীর নিয়ে সমস্যা ও বিতর্ক অব্যাহত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে, নেহেরুর নীতিই কাশ্মীরের অগ্রগতির পথে বাধা ৷ তৎকালীন গৃহমন্ত্রী সরকার বল্লভ ভাই পটেলের হাতে এই ইস্যু থাকলে তিনি এর সমাধান করে ফেলতেন বলেই অভিমত নরেন্দ্র মোদির ৷ কিন্তু পন্ডিত জওহরলাল নেহেরু এই কাশ্মীর সমস্যা নিজের হাতেই সমাধান করবেন বলে মনস্থ করেছিলেন, তাই আজও এর সমাধান ঘটেনি বলে মন্তব্য করেন মোদি ৷
২০১৯ লোকসভা ভোটের আগে নিউজ ১৮ নেটওয়ার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে কাশ্মীর ইস্যু নিয়ে তিনি বলেন, ‘কাশ্মীরের সমস্যা বহু পুরোন ৷ জন্মলগ্ন থেকে কাশ্মীরে নানা বিতর্ক ৷ বল্লভভাই দায়িত্ব পেলে পরিস্থিতি ভিন্ন হত ৷ কিন্তু কাশ্মীর সমস্যা নেহরু নিজেই মেটাতে চান ৷’
advertisement
স্বাধীনতার পর থেকে চলে আসা সমস্যা নিয়ে আজও জর্জরিত কাশ্মীর ৷ এই নিয়ে মোদিজী বলেন, ‘বহু সেনার প্রাণ গিয়েছে ৷ সরকার কাশ্মীরের জন্য অনেক করেছে ৷ কাশ্মীর নিয়ে আগের সরকারের ব্যর্থতা ৷ লাদাখ বা জম্মুতে কোনও সমস্যা নেই ৷ উপত্যকার কয়েকটি জেলাতে শুধু সমস্যা ৷ কাশ্মীরে চাকরি ও বিনিয়োগ দরকার ৷ ৩৭০ ধারা সেই উন্নয়নের পথে বাধা ৷ কাশ্মীরে আগ্রহ দেখান না বিনিয়োগকারীরা ৷ কাশ্মীরে নেহেরুর নীতিই এখনও বাধা ৷’
advertisement
advertisement
কাশ্মীরের অন্যতম প্রধান বিষয়, ৩৭০ ও ৩৫এ ধারা নিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘কাশ্মীরে সমস্যা ৫০ পরিবারের জন্য ৷ তারা ঘোলা জলে মাছ ধরছে ৷ তারা চায় না, সাধারণ কাশ্মীরি সুবিধা পাক ৷ সাধারণ মানুষকে তারা ব্যবহার করে ৷ আইটি হানায় তাদের অনেকে জালে ৷ পাথরবাজদের অর্থ যোগায় পাকিস্তান ৷ জনসাধারণ এদের থেকেই স্বাধীনতা চায় ৷ জনসাধারণের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা ৷ ৫০ বছর ধরে খেলছে এই পরিবারগুলি ৷’
advertisement
News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেন, পিডিপির সঙ্গে জোট কি ভুল হয়েছিল? উত্তরে মোদি বলেন, ‘পিডিপির সঙ্গে জোট একটা পরীক্ষা ৷ কেউ একা সরকার গড়তে পারত না ৷ ভেবেছিলাম পিডিপি ও এনসি জোট করবে কিন্তু, তারা একে অপরের চোখের বালি ৷ আমরা ২-৩ মাস পর আলোচনা করি ৷ জানতাম, আমাদের আদর্শ খাপ খায় না ৷ জোটে অনিচ্ছা ছিল মেহবুবা মুফতির ৷ তারপরেই রাষ্ট্রপতি শাসন জারি হয় ৷ পঞ্চায়েত ভোটে পশ্চিমবঙ্গে অশান্তি হয়েছে কিন্তু, শান্ত ছিল জম্মু-কাশ্মীর ৷ সংবাদমাধ্যম কাশ্মীরে শুধু জঙ্গিহানা দেখে কিন্তু, সেখানে বহু উন্নয়নও হয়েছে ৷’
advertisement
নরেন্দ্র মোদির মতে, কাশ্মীরের জন্য বানানো আলাদা আইন ও নেহেরুর নীতিই রাজ্যের অনেক ক্ষতি করেছে ৷ পন্ডিত নেহেরু জম্মু-কাশ্মীরের জন্য তখন এমন কিছু নিয়ম বানিয়েছিলেন যা এখন রাজ্যে অনেক সমস্যার সৃষ্টি করছে ৷
https://youtu.be/h0KXnhV7wSY
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নেহেরুর নীতিই কাশ্মীরের বিকাশে বাধা, পটেল মেটাতে পারতেন সমস্যা, কাশ্মীর ইস্যুতে মোদির মন্তব্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement