১.৫ কোটি সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ভেরিয়েবল DA দ্বিগুণ করল মোদি সরকার

Last Updated:

Variable DA বৃদ্ধির জেরে এবার কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম বেতনও বেড়ে যাবে ৷

#নয়াদিল্লি: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক (Ministry of Labour & Employment) শুক্রবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ (Variable DA) বৃদ্ধির ঘোষণা করেছে ৷ এর জেরে লাভবান হতে চলেছেন প্রায় ১.৫ কোটি সরকারি কর্মীরা ৷ আগে ভেরিয়েবল ডিএ প্রতি মাসে ১০৫ টাকা ছিল ৷ এখন সেটা বাড়িয়ে ২০৫ টাকা প্রতি মাসে করা হয়েছে ৷ ১ এপ্রিল ২০২১ থেকে লাগু হবে ৷
Variable DA বৃদ্ধির জেরে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতনও বেড়ে যাবে ৷ রেল, অয়েল ফিল্ড, বন্দর ও কেন্দ্র সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীরা এই লাভ পেতে চলেছে ৷ কন্ট্র্যাক্ট ও ক্যাজুয়াল দু’ধরনের কর্মীদের উপরে সমান ভাবে লাগু করা হবে ৷
কেন্দ্রীয় চিফ লেবর কমিশনার (CLC) ডিপিএস নেগি, নিউজ এজেন্সি পিটিআই-কে জানিয়েছেন, কেন্দ্রীয় প্রতিষ্ঠানে কাজ করছেন যে কর্মচারীরা তাঁদের ডিএ প্রতি মাসে ১০৫ থেকে বাড়িয়ে ২১০ টাকা করা হয়েছে ৷ শ্রম মন্ত্রকের তরফে নোটিফিকেশন জারি করে বলা হয়েছে নতুন রেট ১ এপ্রিল ২০২১ থেকে জারি করা হবে ৷
advertisement
advertisement
শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘এরকম সময় যখন গোট দেশ করোনার জেরে এক অস্বাভাবিক এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তখন ডিএ বৃদ্ধির জেরে কিছুটা স্বস্তি পাবেন কর্মীরা ৷ কেন্দ্রীয় সরকার ভেরিয়েবল ডিএ পয়লা এপ্রিল ২০২১ থেকে রিভাইজ করার সিদ্ধান্ত নিয়েছে ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১.৫ কোটি সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ভেরিয়েবল DA দ্বিগুণ করল মোদি সরকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement