কেন্দ্রীয় মন্ত্রীসভায় আগামিকাল আসতে চলেছে নয়া মুখ

Last Updated:

মোদি সরকারের মন্ত্রীসভায় মঙ্গলবার আসতে চলেছে পরিবর্তন ৷ কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদল ঘটাতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

#নয়াদিল্লি: মোদি সরকারের মন্ত্রীসভায় মঙ্গলবার আসতে চলেছে পরিবর্তন ৷ কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদল ঘটাতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
রাজ্যগুলির পরবর্তী বিধানসভা নির্বাচন এখন মোদি সরকারের কাছে ‘পাখির চোখ’ ৷ সেই নির্বাচনের জন্যই মন্ত্রীসভা সম্প্রসারণ ও রদবদল করতে চলেছে শাসকদল ৷
সরকারের মুখপাত্র ফ্র্যাঙ্ক নোরহোনা এদিন ট্যুইট করে জানিয়েছেন, মঙ্গলবার
advertisement
বেলা ১১টায় শুরু হবে ‘ক্যাবিনেট এক্সপ্যানশন’ ৷ রাষ্ট্রপতি ভবনে ওই দিন শপথ নেবেন নয়া মন্ত্রীরা ৷
advertisement
পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রীসভার মুখ হিসেবে দেখা যেতে পারে এস এস আলুওয়ালিয়াকে ৷ সূত্রের খবর, উত্তর পূর্ব ভারত উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে আনা হতে পারে তাঁকে। এছাড়া রাজ্যসভার সদস্য পুরুষোত্তমভাই রূপলা এবং এম.জে আকবরকেও নতুন মন্ত্রীসভায় জায়গা দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে খবর ৷
আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশ ভোটের কথা মাথায় রেখে মন্ত্রিসভায় সব জাতের প্রতিনিধিরা যাতে জায়গা পান সেই দিক খতিয়ে দেখে উত্তরপ্রদেশ থেকে দু’জন প্রতিনিধিকে মন্ত্রীসভায় রাখার কথা ভাবছে বিজেপি হাই কম্যান্ড ।
advertisement
যাঁরা মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন, তাঁদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশে বিজেপির সহযোগী দল, আপনা দলের সাংসদ অনুপ্রিয়া প্যাটেল।
এদিন এস এস আলুওয়ালিয়া, পুরুষোত্তমভাই রূপলা এবং অনুপ্রিয়া প্যাটেলকে বিজেপি সভাপতি অমিত শাহ বৈঠকের জন্য নিজের বাসভবনে ডেকে পাঠান ৷
উত্তরপ্রদেশের বসবাসকারী ব্রাহ্মণ সম্প্রদায়ের ভোট টানতে মন্ত্রীসভায় জায়গা পেতে পারেন বিজেপি সাংসদ মহেন্দ্র পাণ্ডে ও শিবপ্রতাপ শুক্ল ৷
advertisement
উত্তরাখণ্ডের বিজেপি দলের সম্ভাবনা মজবুত করতে বিজেপি সাংসদ অজয় টামটা ও শিবসেনা সাংসদ অনিল দেশাইকেও মন্ত্রী হিসাবে তালিকায় রাখতে পারেন অমিত শাহ ও নরেন্দ্র মোদি ৷
এই মুহূর্তে ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী হিসেবে নতুন কাউকে মন্ত্রী করবে বিজেপি হাই কম্যান্ড অথবা অন্য কোনও মন্ত্রীর হাতে দফতরটি হস্তান্তরিত করা হবে ৷ সর্বানন্দ সোনোওয়াল অসমের মুখ্যমন্ত্রী নিযুক্ত হওয়ায় কেন্দ্রীয় ক্রীড়া দফতরের পদটি এই মুহূর্তে খালি ৷
advertisement
সুব্রহ্মণ্যম স্বামী অর্থমন্ত্রকের দায়িত্ব থেকে অরুণ জেটলিকে সরানোর সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ ৷ অর্থমন্ত্রক থেকে অরুণ জেটলির সরার কোনও সম্ভাবনা নেই বলেই খবর ৷ তবে ধর্ষণে অভিযুক্ত রাজস্থানের নিহাল চাঁদকে মন্ত্রীসভা থেকে সরানো হতে পারে ৷ একইসঙ্গে নাজমা হেপতুল্লা, কলরাজ মিশ্র, সদানন্দ গৌড়ারও মন্ত্রিসভা বাদ পড়ার সম্ভাবনা রয়েছে । এদের কাজে প্রধানমন্ত্রী খুশি নন বলেই খবর।
advertisement
বর্তমান মন্ত্রীসভায় রয়েছেন মোট ৬৬জন মন্ত্রী ৷ সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ ৮২জন মন্ত্রীকে নিয়ে গড়া যেতে পারে মন্ত্রীসভা ৷ গত কয়েকমাস ধরেই মন্ত্রীসভার বদল নিয়ে দলীয় সভাপতি অমিত শাহের সঙ্গে জোরদার আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ চুড়ান্ত রদবদলের তালিকা ঘোষিত হবে মঙ্গলবার ৷
সূত্রের খবর, উত্তর পূর্ব ভারত উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে আনা হতেম পারে তাঁকে।
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রীয় মন্ত্রীসভায় আগামিকাল আসতে চলেছে নয়া মুখ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement