সেনার উপর বিশ্বাস নেই, কংগ্রেস ইশতাহারকে কটাক্ষ মোদির
Last Updated:
#শিলিগুড়ি: দেশের সেনার উপর আস্থা নেই কংগ্রেসের ৷ তাই আফস্পা তুলে দিতে চায় তারা ৷ শিলিগুড়ির জনসভার মঞ্চ থেকে রাহুল গান্ধির ‘হাম নিভায়েঙ্গে’ ইশতাহারকে এমন ভাষাতেই কটাক্ষ করলেন মোদি ৷
মঙ্গলবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে ইশতাহার প্রকাশ করেছে কংগ্রেস ৷ ৫৫ পাতার ইশতাহারে জাতীয় সুরক্ষা, অভ্যন্তরীণ সুরক্ষা, বিদেশনীতি সহ কাশ্মীর নীতি, একাধিক বিষয়ে নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে রাহুলের দল ৷ তার মধ্যে একটি হল ক্ষমতায় এলে তুলে দেওয়া হবে আফস্পা নীতি ৷ এই ইস্যু নিয়েই রাহুলকে তীব্র ভাষায় আক্রমণ মোদির ৷
ইশতেহারে কাশ্মীর নিয়ে প্রচলিত নীতির বাইরে বেরনোর সাহস রাহুল ইশতেহারে বলেন,
advertisement
advertisement
- কাশ্মীরের সাংবিধানিক মর্যাদার বদল নয়
- আফস্পা আইনের পুনর্মূল্যায়ন
- উপত্যকায় কম সেনা-আধাসেনা
এই ইস্যুকেই কংগ্রেসের বিরুদ্ধে তুলে ধরে মোদি বলেন, ‘সেনার মনোবল ভাঙতে চায় কংগ্রেস ৷ আফস্পা তুলে দিতে চায় কংগ্রেস ৷ সেনার উপর বিশ্বাস নেই কংগ্রেসের ৷’
ক্ষমতায় আসার আগে, মনমোহন সিং সরকারকে জাতীয় সুরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিদেশনীতি নিয়ে নিয়ম করে তোপ দাগতেন মোদি। ২০১৯-এ একেবারে উল্টো ছবি। কংগ্রেসের আক্রমণ সামলাতে রাহুলকে পাল্টা আক্রমণ মোদির ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2019 2:42 PM IST