ভারত চায় বুলেট গতির উন্নয়ন : মোদি
Last Updated:
‘শুধু বুলেট ট্রেন নয়, ভারত চায় বুলেট গতির উন্নয়ন’ ৷ ভারত ও জাপান, দুই দেশের একটি বাণিজ্যিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুধু তাই নয়, এই প্রথম ভারত থেকে মারুতি গাড়ি আমদানি করবে জাপান , একথাও জানান মোদি ৷
#নয়াদিল্লি : ‘শুধু বুলেট ট্রেন নয়, ভারত চায় বুলেট গতির উন্নয়ন’ ৷ ভারত ও জাপান, দুই দেশের একটি বাণিজ্যিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুধু তাই নয়, এই প্রথম ভারত থেকে মারুতি গাড়ি আমদানি করবে জাপান , একথাও জানান মোদি ৷
শনিবার রাজধানীতে শিল্পপতিদের নিয়ে একটি বৈঠক করছেন মোদি ৷ ভারত-জাপান বিজনেস লিডারস ফোরামে এদিন উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবেও৷ ভারত-জাপান দ্বিপাক্ষিক বৈঠক হাই-স্পিড ট্রেন নিয়েও চুক্তি স্বাক্ষর করেন দু’দেশের প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, মুম্বই-আহমেদাবাদ লাইনে চলবে হাই-স্পিড ট্রেন ৷
বৈঠকে দু’দেশের মধ্যে আর্থিক সহযোগিতা বাড়ানোর প্রস্তাব জানালেন মোদি ৷ দু’দেশের মধ্যে গত এক বছরে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের পর্যালোচনা করবে এশিয়ার এই দুই রাষ্ট্রনেতারা ৷ প্রধানমন্ত্রী মোদী ও সিনজো আবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে৷ তিনদিনের সফরে গতকালই ভারতে আসেন সিনজো আবে ৷ আজ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার কথা তাঁর। সন্ধ্যায় বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখবেন দু’দেশের প্রধানমন্ত্রী।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2015 1:13 PM IST