ভারত চায় বুলেট গতির উন্নয়ন : মোদি

Last Updated:

‘শুধু বুলেট ট্রেন নয়, ভারত চায় বুলেট গতির উন্নয়ন’ ৷ ভারত ও জাপান, দুই দেশের একটি বাণিজ্যিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুধু তাই নয়, এই প্রথম ভারত থেকে মারুতি গাড়ি আমদানি করবে জাপান , একথাও জানান মোদি ৷

#নয়াদিল্লি : ‘শুধু বুলেট ট্রেন নয়, ভারত চায় বুলেট গতির উন্নয়ন’ ৷ ভারত ও জাপান, দুই দেশের একটি বাণিজ্যিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুধু তাই নয়, এই প্রথম ভারত থেকে মারুতি গাড়ি আমদানি করবে জাপান , একথাও জানান মোদি ৷
শনিবার রাজধানীতে শিল্পপতিদের নিয়ে একটি বৈঠক করছেন মোদি ৷ ভারত-জাপান বিজনেস লিডারস ফোরামে এদিন উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবেও৷ ভারত-জাপান দ্বিপাক্ষিক বৈঠক হাই-স্পিড ট্রেন নিয়েও চুক্তি স্বাক্ষর করেন দু’দেশের প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, মুম্বই-আহমেদাবাদ লাইনে চলবে হাই-স্পিড ট্রেন ৷
বৈঠকে দু’দেশের মধ্যে আর্থিক সহযোগিতা বাড়ানোর প্রস্তাব জানালেন মোদি ৷ দু’দেশের মধ্যে গত এক বছরে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের পর্যালোচনা করবে এশিয়ার এই দুই রাষ্ট্রনেতারা ৷ প্রধানমন্ত্রী মোদী ও সিনজো আবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে৷ তিনদিনের সফরে গতকালই ভারতে আসেন সিনজো আবে ৷ আজ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার কথা তাঁর। সন্ধ্যায় বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখবেন দু’দেশের প্রধানমন্ত্রী।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারত চায় বুলেট গতির উন্নয়ন : মোদি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement