ছন্দে ফিরছে ভূস্বর্গ, জম্মুতে চালু টেলি-যোগাযোগ, সোমবার থেকে খুলছে স্কুল-কলেজ

Last Updated:

জম্মু, রিয়াসি, সাম্বা, কাঠুয়া, উধমপুরে চালু হয়েছে মোবাইল-ইন্টারনেট পরিষেবা।

#নয়াদিল্লি: ছন্দে ফিরছে ভূস্বর্গ। শুক্রবার রাত থেকে উপত্যকায় আংশিক ভাবে চালু হয়েছে টেলি যোগাযোগ। বেশ কিছু জেলায় সরকারি যানবাহন সচল হয়েছে শুক্রবার থেকে। সোমবার থেকে কাশ্মীরের সব স্কুল-কলেজ খোলার নির্দেশ দিলেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক।
জম্মু, রিয়াসি, সাম্বা, কাঠুয়া, উধমপুরে চালু হয়েছে মোবাইল-ইন্টারনেট পরিষেবা। কেন্দ্র শাসিত জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যমের আজ দাবি, ৩৭০ প্রত্যাহারের পর উপত্যকায় প্রাণহানির কোনও খবর নেই। যদিও এড়িয়ে গেলেন মেহবুবা-ওমরদের মুক্তির প্রসঙ্গ।
এই ঘোষণায় স্বস্তি। প্রতিশ্রুতি মতোই স্বাধীনতা দিবসের পর থেকে কাশ্মীরকে স্বাভাবিক করার কাজ শুরু করল কেন্দ্র। উপত্যকা থেকে ৩৭০ প্রত্যাহারের বারোদিনের মাথায় প্রশাসনের ঘোষণা, সোমবার থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবারই সরকারি দফতরে যোগ দিয়েছেন কর্মীরা। জনজীবন স্বাভাবিক করতে প্রাথমিক ভাবে বারোটি জেলায় নিয়ম শিথিল করা হচ্ছে। স্পর্শকাতর পাঁচটি জেলায় কিছু বিধিনিষেধ জারি থাকবে। শুক্রবার সরকারি হিসেবে দাবি করা হয়েছে, গত বারোদিনে উপত্যকায় বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও, তাতে প্রাণহানির কোনও খবর নেই। ঠেকানো গিয়েছে নাশকতা।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ছন্দে ফিরছে ভূস্বর্গ, জম্মুতে চালু টেলি-যোগাযোগ, সোমবার থেকে খুলছে স্কুল-কলেজ
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement