MLA Accident Death: ১০ দিন আগেই বেঁচেছিলেন দুর্ঘটনা থেকে, সেই দুর্ঘটনাতেই প্রাণ গেল তরুণী বিধায়কের!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
MLA Accident Death: মাত্র ৩৭ বছরেই চলে গেলেন এই বিধায়ক। এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিধায়কের গাড়ির চালক।
হায়দরাবাদ: পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটল তেলঙ্গানার এক বিধায়কের। শুক্রবার সকালে হায়দরাবাদে পথ দুর্ঘটনায় মারা যান ভারত রাষ্ট্র সমিতির বিধায়ক লাস্য নন্দিতা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
মাত্র ৩৭ বছরেই চলে গেলেন এই বিধায়ক। এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিধায়কের গাড়ির চালক। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটে সাঙ্গারেডি জেলার আমিনপুর মহকুমার সুলতানপুর আউটার রিং রোডে।
advertisement
জানা গিয়েছে, নন্দিতা তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর বিধায়ক ছিলেন। গত বছর প্রথম বার বিধানসভা ভোটে লড়েছিলেন তিনি। প্রথমবারই জয় পান। বিধায়ক হওয়ার আগে ২০১৬ সাল থেকে রাজ্যের কবিড়াগুড়া পুরসভার সদস্য ছিলেন তিনি।
advertisement
মাত্র ১০ দিন আগেই নন্দিতা দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তবে সে যাত্রায় তিনি বেঁচে যান। সামান্য আঘাত লেগেছিল তাঁর। তবে ১৩ ফেব্রুয়ারির সেই দুর্ঘটনায় বিধায়কের দেহরক্ষী মারা গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে নালগোন্ডা যাওয়ার পথে নাকরাতপল্লী এলাকায় সেই দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না। সেই দুর্ঘটনাতেই মৃত্যু হল তাঁর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2024 10:21 AM IST