Mizoram Election Results 2023: মিজোরামেও পালাবদল? ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল জেডপিএম, কংগ্রেসকে পিছনে ফেলল বিজেপি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মিজোরামের নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াইয়ের আশা করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ জেপিএম, এমএনএফ ছাড়াও কংগ্রেসকে লড়াইয়ে রেখেছিলেন তাঁরা৷
আইজল: ভোট গণনার সর্বশেষ আপডেট অনুযায়ী, মিজোরামের চল্লিশটি আসনের মধ্যে ইতিমধ্যেই ২৬টি আসনে এগিয়ে গিয়েছে জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম৷ অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে তারা৷ মুখ্যমন্ত্রী জোরামথাংগার দল মিজো ন্যাশনাল ফ্রন্ট অথবা এমএনএফ এগিয়ে রয়েছে ১১টি আসনে৷
এই ধারা যদি বজায় থাকে, তাহলে উত্তর পূর্বের রাজ্যটিতেও ক্ষমতার হাতবদল একরকম নিশ্চিত৷ ভোট গণনার একেবারের শুরুতে অবশ্য এমএএফ-ই এগিয়ে ছিল৷
তবে উত্তর পূর্বের এই রাজ্যেও কংগ্রেসকে পিছনে ফেলেছে বিজেপি৷ মাত্র ১৩টি আসনে লড়ে তিনটিতে এগিয়ে রয়েছে বিজেপি৷ কংগ্রেস এগিয়ে রয়েছে দুটি আসনে৷
advertisement
তবে নিজের দল পিছিয়ে পড়লেও আইজল থেকে মুখ্যমন্ত্রী জোরামথাংগা নিজে এগিয়ে রয়েছেন বলেই শেষ পাওয়া খবরে জানা গিয়েছে৷
advertisement
মিজোরামের নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াইয়ের আশা করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ জেপিএম, এমএনএফ ছাড়াও কংগ্রেসকে লড়াইয়ে রেখেছিলেন তাঁরা৷ ছটি স্থানীয় দল মিশে গিয়ে তৈরি হয়েছে জেডপিএম৷ বিজেপি মিজোরামের মাত্র ১৩টি আসনে প্রার্থী দিয়েছিল৷ শেষ খবর পাওয়া পর্যন্ত তার মধ্যে তিনটি আসনেই এগিয়ে রয়েছে পদ্ম শিবির৷
advertisement
পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনে ২৬টি আসনে জয়ী হয়ে ক্ষমতা দখল করেছিল এমএনএফ৷ এবার অবশ্য অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই জেডপিএম ক্ষমতা দখল করতে চলেছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 10:07 AM IST