Mizoram Election Results 2023: মিজোরামেও পালাবদল? ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল জেডপিএম, কংগ্রেসকে পিছনে ফেলল বিজেপি

Last Updated:

মিজোরামের নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াইয়ের আশা করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ জেপিএম, এমএনএফ ছাড়াও কংগ্রেসকে লড়াইয়ে রেখেছিলেন তাঁরা৷

এবার মিজোরামেও পালাবদলের ইঙ্গিত৷
এবার মিজোরামেও পালাবদলের ইঙ্গিত৷
আইজল: ভোট গণনার সর্বশেষ আপডেট অনুযায়ী, মিজোরামের চল্লিশটি আসনের মধ্যে ইতিমধ্যেই ২৬টি আসনে এগিয়ে গিয়েছে জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম৷ অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে তারা৷ মুখ্যমন্ত্রী জোরামথাংগার দল মিজো ন্যাশনাল ফ্রন্ট অথবা এমএনএফ এগিয়ে রয়েছে ১১টি আসনে৷
এই ধারা যদি বজায় থাকে, তাহলে উত্তর পূর্বের রাজ্যটিতেও ক্ষমতার হাতবদল একরকম নিশ্চিত৷ ভোট গণনার একেবারের শুরুতে অবশ্য এমএএফ-ই এগিয়ে ছিল৷
তবে উত্তর পূর্বের এই রাজ্যেও কংগ্রেসকে পিছনে ফেলেছে বিজেপি৷ মাত্র ১৩টি আসনে লড়ে তিনটিতে এগিয়ে রয়েছে বিজেপি৷ কংগ্রেস এগিয়ে রয়েছে দুটি আসনে৷
advertisement
তবে নিজের দল পিছিয়ে পড়লেও আইজল থেকে মুখ্যমন্ত্রী জোরামথাংগা নিজে এগিয়ে রয়েছেন বলেই শেষ পাওয়া খবরে জানা গিয়েছে৷
advertisement
মিজোরামের নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াইয়ের আশা করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ জেপিএম, এমএনএফ ছাড়াও কংগ্রেসকে লড়াইয়ে রেখেছিলেন তাঁরা৷ ছটি স্থানীয় দল মিশে গিয়ে তৈরি হয়েছে জেডপিএম৷ বিজেপি মিজোরামের মাত্র ১৩টি আসনে প্রার্থী দিয়েছিল৷ শেষ খবর পাওয়া পর্যন্ত তার মধ্যে তিনটি আসনেই এগিয়ে রয়েছে পদ্ম শিবির৷
advertisement
পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনে ২৬টি আসনে জয়ী হয়ে ক্ষমতা দখল করেছিল এমএনএফ৷ এবার অবশ্য অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই জেডপিএম ক্ষমতা দখল করতে চলেছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mizoram Election Results 2023: মিজোরামেও পালাবদল? ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল জেডপিএম, কংগ্রেসকে পিছনে ফেলল বিজেপি
Next Article
advertisement
বায়ুদূষণ ক্ষতি করতে পারে গর্ভবতী মহিলাদের... প্রভাব পড়তে পারে শিশুর উপর! শুনে নিন বিশেষজ্ঞের পরামর্শ
বায়ুদূষণ ক্ষতি করতে পারে গর্ভবতী মহিলাদের... প্রভাব পড়তে পারে শিশুর উপর
  • গর্ভবতী মহিলা ও তাদের শিশুদের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে

  • দূষণের কারণে অকাল প্রসব, শিশুর শ্রবণশক্তি ক্ষতি এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে

  • বায়ুদূষণ ডিম্বাশয়ের রিজার্ভ ক্ষতি করে

VIEW MORE
advertisement
advertisement