#MissionPaani: ‘জল সঞ্চয় করুন, ভবিষ্যত গড়ে তুলুন’, আমিরের ট্যুইটকে সমর্থন মোদির

#MissionPaani: ‘জল সঞ্চয় করুন, ভবিষ্যত গড়ে তুলুন’, আমিরের ট্যুইটকে সমর্থন মোদির
  • Share this:

#নয়াদিল্লি: তামিলনাড়ুতে তুমুল জল কষ্ট ৷ জলকষ্টে ভুগছেন লক্ষাধিক মানুষ ৷ তবে এই চিত্রটা শুধু তামিলনাড়ুতে নয়, ভবিষ্যতে এই সমস্যার সম্মুখীন হতে পারে কাশ্মীর টু কন্যাকুমারি ৷ আর সেই জন্যই জলের অপচয় রুখতে এবার এগিয়ে আসলেন দেশের সেলিব্রিটিরাও ৷ দেশের মানুষকে সতর্ক করলেন দেশের ভবিষ্যত নিয়ে ৷ এমন অবস্থা থেকে মুক্তি পেতে আজই যোগ দিন Network18 এর #MissionPaani উদ্যোগে ৷ জলকষ্টের অন্ধকার থেকে মুক্ত করে দেশকে দিন আলোর দিশা ৷

Loading...

জল অপচয় রুখতে ও জল সঞ্চয়ের জন্য দেশবাসীকে অনুরোধ করলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৷ ট্যুইটারে তিনি লিখলেন, ‘জল সঞ্চয় করুন ৷ অপচয় বন্ধ করুন ৷ তবে আমরা ভবিষ্যতকে সুন্দর করে তুলতে পারব ৷’

 

আমির খানের এই ট্যুইটকে সমর্থন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ মোদি ট্যুইটে লিখলেন, ‘আমির খানের ট্যুইট খুবই গুরুত্বপর্ণ ৷ তৃণমূল স্তর থেকে জল সঞ্চয় করতে হবে ৷ জলের অপচয় বন্ধ করতে হবে ৷ ’

 

First published: 08:27:56 PM Jul 01, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर