বর্ষাকালে কীভাবে পরিষ্কার রাখবেন শৌচাগার? জনগণের সচেতনতাকে বাড়ানোর প্রয়াস

Last Updated:

এমন একটা জায়গা রয়েছে যেটাকে পরিষ্কার করার ক্ষেত্রে আমাদের মধ্যে সবথেকে সচেতন মানুষও মাঝেমধ্যে অবহেলা করে ফেলেন - সেটা হলো শৌচাগার (টয়লেট)।

বর্ষাকালে কীভাবে পরিষ্কার রাখবেন শৌচাগার? জনগণের সচেতনতা বাড়ানোর প্রয়াস
বর্ষাকালে কীভাবে পরিষ্কার রাখবেন শৌচাগার? জনগণের সচেতনতা বাড়ানোর প্রয়াস
কোভিড-19-এর পরে এই বিশ্বে জীবাণু কিভাবে রোগ সৃষ্টি করে সেই ব্যাপারে আমরা সবাই ভীষণভাবে সচেতন হয়ে গেছি। আর সেই সচেতনতা এই বর্ষাকালে আমাদের মধ্যে ভীষণভাবে বেড়ে গেছে, এই সময়ে মুদিখানার জিনিসের ডেলিভারীর থেকে শুরু করে আমাদের নিজেদের কাদা মাখা জুতো পর্যন্ত সমস্ত কিছু আমাদের পরিষ্কাপরিচ্ছন্ন বাড়িতে রোগ সৃষ্টিকারী জীবাণু এবং প্যাথোজেন নিয়ে আসে।
আমরা আমাদের হ্যান্ডব্যাগে সবসময় হ্যান্ড স্যানিটাইজার রাখি, কীভাবে নিজেদের হাত ঠিকভাবে ধুতে হয় তা শিশুরা জানে কিনা সেদিকে লক্ষ্য রাখি, আর খুব ভালো কোয়ালিটির ফ্লোর ক্লিনার দিয়ে আমাদের মেঝে পরিষ্কার করি, যেটা নিশ্চিতভাবে আমাদের ঘরকে স্বচ্ছ ও পরিষ্কার রাখে। আমরা আমাদের সম্পূর্ণ রান্নাঘরকে পরিষ্কার করি আর আমাদের রান্না করার ও খাবারের বাসনগুলোকে ঝকঝকে করে ধুয়ে রাখি।
advertisement
তবুও, এমন একটা জায়গা রয়েছে যেটাকে পরিষ্কার করার ক্ষেত্রে আমাদের মধ্যে সবথেকে সচেতন মানুষও মাঝেমধ্যে অবহেলা করে ফেলেন – সেটা হল শৌচাগার (টয়লেট)। আমাদের শৌচাগারকে (টয়লেট) ঠিকভাবে পরিষ্কার ও স্যানিটাইজ না করা হলে সেটা আমাদের পরিবারের জন্য অনেক রোগের উত্স হতে পারে। আর বর্ষাকালে এটা হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়।
advertisement
advertisement
বর্ষাকালে শৌচাগারগুলির (টয়লেট) থেকে কেন রোগের পরিমাণ বেড়ে যায়
আর্দ্রতা আর এক ধরণের ছত্রাকের (মোল্ড) বৃদ্ধি:
বর্ষাকালে প্রধান সমস্যগুলির মধ্যে একটা হলো অতিরিক্ত ভেজাভাব যা শৌচাগারের (টয়লেট) মধ্যে হয়ে থাকে। বেশি আর্দ্রতা থাকার ফলে তা ছত্রাকের (মৌল্ড ও মিল্ডিউ) পক্ষে আদর্শ প্রজনন ক্ষেত্র তৈরি করে। এগুলোর থেকে শুধুমাত্র বাজে গন্ধ তৈরি হয় তাই নয়, এর সাথে অ্যালার্জি এবং শ্বাসকষ্টের মতো রোগেরও সৃষ্টি হয়। সেইজন্য দেয়ালের ফাটল এবং জলের থেকে হওয়া দেয়ালের ক্ষতির পরীক্ষা করাও গুরুত্বপূর্ণ – স্যাঁতসেঁতে দেয়ালে সাধারণত ছত্রাক জন্মায় এবং এটা ভেজা মেঝের তুলনায় শুকাতে অনেক বেশি সময় নেয়।
advertisement
জল জমে যাওয়া এবং জল নিষ্কাশনের সমস্যা:
বর্ষাকালে আরেকটা যে উল্লেখযোগ্য সমস্যা দেখা দেয় সেটা হলো শৌচাগার (টয়লেট) ও নর্দমার মধ্যে এবং আশেপাশে জল জমে যাওয়া। অতিরিক্ত বৃষ্টির জল নর্দমাগুলিকে আটকে দিতে পারে, যার ফলে জমা জল মশা এবং অন্যান্য রোগ বহনকারী পোকামাকড়কে আমন্ত্রণ জানায়। জল জমে গেলে শৌচাগারকে ঠিকভাবে ব্যবহার করা যায় না এবং সেখানে অস্বাস্থ্যকর অবস্থার সৃষ্টি হতে পারে। আমরা যারা নিচতলায় থাকি তাঁদের ক্ষেত্রে বিশেষভাবে এই সমস্যাটা দেখা দেয়।
advertisement
কাদা হওয়া এবং জমা জল:
যদি আপনার শৌচাগারে (টয়লেট) শাওয়ার থাকে, তবে আপনি এই সমস্যার ব্যাপারে অবশ্যই জানবেন। আমাদের দেশ হলো একটা গ্রীষ্মপ্রধান দেশ এবং এখানে মশার দ্বারা সৃষ্ট অনেক ভেক্টর বাহিত রোগ হয়ে থাকে। আমরা জানি যে এই রোগগুলির থেকে প্রতিরক্ষার সেরা উপায় হলো মশার সংখ্যাকে নিয়ন্ত্রণ করা। এর জন্য, আমাদের গর্ত বা কাদা এবং জমে থাকা জলকে দূর করতে হবে।
advertisement
শৌচাগারগুলোকে (টয়লেট) পরিষ্কার রাখা ও সেগুলোকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা: প্রধানত যে কাজগুলো করা উচিত
কারণ আমাদের সমাজে, শৌচাগার (টয়লেট) পরিষ্কার করার কাজকে আমাদের মতো সাধারণ মানুষের কাজ হিসেবে গণ্য করা হয় না, আর কেউ আমাদেরকে কোনওদিন শেখায়নি কিভাবে এটাকে সঠিকভাবে করতে হয়। এটা হলো এমন একটা কাজ যেটা আমাদের বাড়ির কাজের লোকেরা করে থাকেন, বা মাঝেমধ্যে আমাদের মায়েরা করে থাকেন। কিন্তু এই কাজটা তাঁদেরকেও কেউ শেখায়নি। তবে, আমাদের শৌচাগার (টয়লেট) যাতে সবসময় – বিশেষ করে বর্ষাকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রধানত কিছু কাজ করতে হবে।
advertisement
পর্যাপ্ত জল নিষ্কাশন ব্যবস্থা আছে কিনা সেটা নিশ্চিত করা
বর্ষাকালের সমস্ত সমস্যার মধ্যে প্রধান সমস্যা হলো জল জমে যাওয়া। শৌচাগার (টয়লেট) এবং তার আশেপাশে যাতে জল না জমে তার জন্য সঠিক জল নিষ্কাশন করার ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিতভাবে ড্রেনেজ পাইপ আর নর্দমাগুলোর উপর নজর রাখতে হবে, জল যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে এমন বস্তুগুলোকে পরিষ্কার করতে হবে। প্রয়োজনে, অতিরিক্ত নর্দমা তৈরি করার কথা ভাবতে হবে বা বেশি বৃষ্টিপাতের সময় বেড়ে যাওয়া জলকে সামলানোর জন্য যে নর্দমাগুলো রয়েছে সেগুলোকে উন্নত করার ব্যাপারে ভাবতে হবে।
লিক চেক করা আর সেগুলোকে মেরামত করা
লিক থাকলে বর্ষাকালে বেশি বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়ার সমস্যাগুলো ভীষণভাবে বেড়ে যেতে পারে। শৌচাগারে জল চুঁয়ে পড়া বা কলের থেকে জল লিক করার মতো কোনো দিকে লিক হচ্ছে কিনা তা বের করার জন্য শৌচাগারকে (টয়লেট) খুব ভালোভাবে দেখুন। জলের অপচয় এবং শৌচাগারের (টয়লেট) কাঠামোর সম্ভাব্য ক্ষতিকে রোধ করতে যে কোনো ফুটোকে তাড়াতাড়ি সারিয়ে ফেলুন। কোথাও ফুটো বা ফাটল আছে কিনা সেটা দেখার জন্য নিয়মিতভাবে জল সাপ্লাইয়ের লাইন, ফ্লাশ ট্যাঙ্ক আর পাইপ পরীক্ষা করুন। কলের ক্ষেত্রে আপনি যদি কোনো নির্দিষ্ট সমস্যার সম্মুখীন হন তাহলে একজন পেশাদার কলের মিস্ত্রীর (প্লাম্বার) সাথে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সঠিক বায়ুচলাচলের ব্যবস্থা করা
বিশেষ করে বর্ষাকালে শৌচাগারে (টয়লেট) আর্দ্রতা এবং দুর্গন্ধ রোধ করার জন্য সঠিক বায়ুচলাচল ব্যবস্থা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সহস্ট ফ্যান বা জানলার মতো বায়ুচলাচলের ব্যবস্থাগুলো সঠিকভাবে কাজ করছে কিনা সেটা নিশ্চিত করুন। পর্যাপ্ত বায়ুচলাচল শৌচাগারের (টয়লেট) ভিতরে আর্দ্রতার মাত্রাকে কমাতে সাহায্য করে।
সক্রিয় এবং পরোক্ষভাবে পেস্ট কন্ট্রোল করা
অ্যাক্টিভ পেস্ট কন্ট্রোলের (সক্রিয় কীটপতঙ্গ নিয়ন্ত্রণ) মধ্যে মশা এবং মাছিদের জন্য পোকামাকড় প্রতিরোধক আর স্প্রে এবং আরশোলা ও অন্যান্য ভয়ঙ্কর পোকামাকড়ের জন্য ব্যবহৃত সমস্ত জেল, ডট, লাইন আর স্প্রে ব্যবহার করা অন্তর্ভূক্ত রয়েছে। প্যাসিভ পেস্ট কন্ট্রোলের (পরোক্ষভাবে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ) মধ্যে পর্যাপ্ত আলো এবং বায়ুচলাচলের ব্যবস্থা করা আর নর্দমা ও দেয়ালে হওয়া সমস্ত ফাটলকে সিল করা অন্তর্ভূক্ত রয়েছে। বিশেষ করে বর্ষাকালে, উড়ন্ত পোকামাকড়ের থেকে বাঁচতে জানালায় জাল লাগানো ভীষণভাবে প্রয়োজন।
শৌচাগারকে নিয়মিতভাবে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা
শৌচাগার (টয়লেট) কত ঘন ঘন ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে, শৌচাগারের (টয়লেট) কোমোডের ভিতরের অংশকে পরিষ্কার করার সময়সূচী নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কোনো জীবাণুনাশক ক্লিনার ব্যবহার করে শৌচাগারের (টয়লেট) কোমোডের সিট, ঢাকনা এবং বাইরের অংশগুলোকে পরিষ্কার করাও খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিতভাবে পরিষ্কার করলে এবং জীবাণুমুক্ত করলে সেটা সংক্রমণের ঝুঁকিকে কমাতে আর আপনার শৌচাগারকে (টয়লেট) জীবাণুমুক্ত রাখতে সাহায্য করবে। মেঝেকে পরিষ্কার করতে একটা ফ্লোর ক্লিনার ব্যবহার করুন, আর একটা মপ দিয়ে শৌচাগারের ভেজা জায়গাগুলোকে মুছে নিন।
শিক্ষা ও সচেতনতার ক্ষেত্রে যে ফাঁকগুলো রয়েছে
আপনি যদি এই তালিকার অন্তর্ভূক্ত কোনো জিনিস করতে ভুলে যান তাহলে আমরা আপনার অবস্থাটা বুঝতে পারছি। এই বিষয়ে জ্ঞানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফাঁক রয়ে গেছে আর এটা আমাদের সমাজের কারণেই হয়েছে। যখন আমাদের কোনো একটা কাজ করতে শেখানো হয় না আর সেই কাজটাকে সবসময় অন্য কারোর দায়িত্ব হিসেবে ধরে নেওয়া হয়, তখন আমরা সেই কাজটাকে ভালোভাবে করতে পারি না।
আর ঠিক এই কারণেই হারপিক, যা শৌচালয় (টয়েলেট) রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে, বাড়ির যত্ন নেওয়ার ক্ষেত্রে এই অবহেলিত বিষয়ে লোকেদেরকে শিক্ষিত করার জন্য ও জ্ঞান প্রদান করার জন্য এত বছর ধরে পরিশ্রম করে চলেছে৷ বছরের পর বছর ধরে, হারপিক উদ্ভাবনী, চিন্তা ভাবনাকে উদ্দীপিত করে এমন প্রচারাভিযান এবং আউটরিচ প্রোগ্রাম তৈরি করার মাধ্যমে বিশেষ ক্ষেত্রে ভালো শৌচালয় স্বাস্থ্যবিধির অভ্যাস এবং সামগ্রিকভাবে স্বচ্ছতার প্রয়োজনে শক্তিশালী যোগাযোগের কৌশল তৈরি করেছে।
মিশন স্বচ্ছতা অর পানি উদ্যোগ তৈরি করতে হারপিক নিউজ 18-এর সাথেও হাত মিলিয়েছে। এটা হলো মূলত একটা আন্দোলন যা ব্যাপকভাবে স্বচ্ছতাকে বজায় রাখে, যেখানে প্রত্যেকের পরিষ্কার শৌচাগারে যাওয়ার অধিকার রয়েছে। এটি সমস্ত লিঙ্গ, যোগ্যতা, বর্ণ এবং জাতির জন্য সমান অধিকারের সমর্থন করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শৌচাগার পরিষ্কার রাখা প্রত্যেকের দায়িত্ব। সকলের জন্য পরিষ্কার এবং নিরাপদ শৌচাগার থাকার অর্থ হলো আমাদের সম্প্রদায়ের প্রত্যেকের স্বাস্থ্য ভালো আছে, আমাদের শিশুরা বেশিরভাগ দিন স্কুলে কাটায় এবং কম দিন অসুস্থ থাকে, মেয়েরা স্কুলের পড়াশোনা ছেড়ে দেয় না, আমাদের কর্মক্ষেত্রগুলি আরো বৈচিত্র্যময় জায়গা হয়ে উঠেছে এবং আমাদের শহর ও টাউনগুলি আরো পরিষ্কার, নিরাপদ হয়ে উঠেছে এবং সেখানে সবাইকে স্বাগত জানানো হচ্ছে।
মিশন স্বচ্ছতা অর পানি শৌচাগার ব্যবহারের ক্ষেত্রে প্রতিটা ধারণাযোগ্য বিষয়ে আর এটা কিভাবে আমাদেরকে আর সম্পূর্ণ সমাজকে প্রভাবিত করে সেই ব্যাপারে তথ্যের ভাণ্ডার তৈরি করছে। অবশ্যই, এটাতে অনেকগুলো সংস্থান রয়েছে যা কিভাবে বাড়িতে একটা স্বাস্থ্যকর ও নিরাপদ শৌচাগারের (টয়লেট) পরিবেশ বজায় রাখতে হয় সেই ব্যাপারে আপনাকে শিক্ষিত করতে সহায়তা করে।
আপনি কিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একটা স্বচ্ছ এবং সুস্থ ভারতের দিকে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার ভূমিকা পালন করতে পারেন সেই ব্যাপারে বিশদে জানতে এখানে আমাদের সাথে যোগ দিন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বর্ষাকালে কীভাবে পরিষ্কার রাখবেন শৌচাগার? জনগণের সচেতনতাকে বাড়ানোর প্রয়াস
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement