corona virus btn
corona virus btn
Loading

দাউদের আত্মীয়র বিয়েতে অতিথি বিজেপির মন্ত্রী ও ১০ পুলিশ আধিকারিক

দাউদের আত্মীয়র বিয়েতে অতিথি বিজেপির মন্ত্রী ও ১০ পুলিশ আধিকারিক

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের ঘনিষ্ট বলে পরিচিত গিরিশ মহাজনের একটি ছবি সম্প্রতি প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্কের মুখে পড়েছেন তিনি ৷

  • Share this:

#মুম্বই: বিতর্কের মুখে মহারাষ্ট্রের বিজেপি নেতা ও ডাক্তারি শিক্ষা মন্ত্রী গিরিশ মহাজন ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের ঘনিষ্ট বলে পরিচিত গিরিশ মহাজনের একটি ছবি সম্প্রতি প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্কের মুখে পড়েছেন তিনি ৷ ছবিতে দেখা গিয়েছে গিরিশ ও ১০জন পুলিশ আধিকারিক ১৯ মে মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিমের ভাইঝির বিয়েতে উপস্থিত ছিলেন ৷ ১০জন পুলিশ আধিকারিকের মধ্যে ছিলেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, বাকিরা ইনস্পেক্টর পর্যায়ের। এছাড়াও গিরিশের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক দেবযানী ফারান্ডে, বালাসাহেব সানাপ ও সীমা হীরায়। ছবিটি প্রকাশ্যে আসার পর নাসিকের পুলিশ কমিশনার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ ১০জন পুলিশ আধিকারিক সেখানে কী করছিলেন সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও এ ব্যাপারে রিপোর্ট তলব করেছেন।

নাসিকের পুলিশ কমিশনার জানিয়েছেন, দাউদের সালির মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল ৷ মহাজন স্বীকার করেছেন যে তিনি ওই বিয়েতে উপস্থিত ছিলেন ৷ তবে তিনি জানতেন না যে ওই পরিবার দাউদের আত্মীয় হয় ৷ পাত্র এলাকার মুসলিম সম্প্রদায়ের এক স্থানীয় নেতার ভাইপো ৷ সেই নেতা তাকে নিমন্ত্রণ করেছিলেন তাই সেখানে গিয়েছিলেন তিনি ৷ সব সময় সবার পরিচয় যাচাই করা সম্ভব হয় না ৷ শুধু পাত্রের বাবার সঙ্গে পরিচয়সূত্রেই ওই বিয়েবাড়ি যান তিনি। পরের দিন তিনি জানতে পারেন যে পাত্রী দাউদের আত্মীয় ৷

First published: May 25, 2017, 12:14 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर