২.৫ লক্ষ টাকা পেনশন হিসাবে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা

পেনশনভোগী সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ সপ্তম বেতন কমিশনের সৌজন্যে এক ধাক্কায় অনেকটাই লাভবান হতে চলেছেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: পেনশনভোগী সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ সপ্তম বেতন কমিশনের সৌজন্যে এক ধাক্কায় অনেকটাই লাভবান হতে চলেছেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশে সিলমোহর পড়ার পর এক লাফে কেন্দ্রীয় সরকারের অবসর প্রাপ্ত কর্মচারীদের নূন্যতম ১৫৭ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধি পেল ৷

    এবার থেকে ৩৫০০ টাকার বদলে কমপক্ষে ৯০০০ টাকা পেনশন পাবেন রিটায়ার্ড কেন্দ্রীয় সরকারী কর্মীরা ৷ কেন্দ্রের কর্মচারী ও পেনশন সংক্রান্ত মন্ত্রক সপ্তম বেতন কমিশনের সুপারিশে অনুমোদন দেওয়ায় এর পর থেকে অতিরিক্ত পেনশন পাবেন কেন্দ্রীয় সরকারের পেনভোগী কর্মচারীরা ৷

    একইসঙ্গে গ্র্যাচুয়িটির সর্বোচ্চ সীমাও ১০ লাখ থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয়েছে ৷ কর্মচারীদের DA ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবের পাশাপাশি গ্র্যাচুয়িটির সর্বোচ্চ সীমা ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল সপ্তম বেতন কমিশন ৷ সেই প্রস্তাবে আগেই সায় দেয় কেন্দ্রীয় সরকার ৷

    এতদিন সর্বোচ্চ ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারতেন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরা, এবারে থেকে তা ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫০ হাজার টাকা ৷ একইসঙ্গে কর্মরত অবস্থায় মৃত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সর্বোচ্চ গ্র্যাচুয়িটির পরিমাণও হল ২০ লাখ টাকা ৷ গ্র্যাচুয়িটি ২৫ শতাংশ বাড়লেও DA বাড়ল ৫০ শতাংশ অবধি ৷

    কর্তব্যরত থাকাকালীন জঙ্গি হামলা বা অন্য কোনও ঘটনায় মৃত্যু হলে বর্তমানে মৃতের পরিবারকে এককালীন দশ লাখ টাকা দেওয়া হয় ৷ পে কমিশনের সুপারিশে তা বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হল ৷

    সপ্তম বেতন কমিশনের সুপারিশে অনুমোদন আগেই দেওয়া হলেও পেনশনভোগীদের প্রাপ্ত পেনশনের পরিমাণ কতটা বাড়তে চলেছে তা আগে নিশ্চিত ছিল না ৷ এদিন কেন্দ্রের কর্মচারী ও পেনশন সংক্রান্ত মন্ত্রক অনুমোদনে তা স্পষ্ট হল ৷ ২০১৬-এর পয়লা জানুয়ারি থেকেই এই পরিকাঠামো কার্যকর ধরা হবে ৷

    বর্তমানে ভারতে পেনশনভোগী সরকারি কর্মচারীদের সংখ্যা ৫৬ লক্ষ ৷

    First published:

    Tags: 157% Pension Increased, Central Goverment Employee, Pension, Pension Increased, Seventh Pay Commission, পেনশন