বন্দিপুরায় নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত লস্কর জঙ্গি

বন্দিপুরায় নিহত লস্কর জঙ্গি ৷ বৃহস্পতিবার বন্দিপুরার মহল্লা হাজিনে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক লস্কর-এ-তইবা জঙ্গি ৷

  • Last Updated :
  • Share this:

    #শ্রীনগর: বন্দিপুরায় নিহত লস্কর জঙ্গি ৷ বৃহস্পতিবার বন্দিপুরার মহল্লা হাজিনে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক লস্কর-এ-তইবা জঙ্গি ৷

    জানা গিয়েছে, নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল যে বন্দিপুরার মহল্লা হাজিন এলাকায় বেশ কয়েকজন জহ্গি লুকিয়ে রয়েছেন ৷ গোপন সূত্রে খবর পেয়ে এদিন গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী ৷

    সেনাবাহিনীকে দেখে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেয় সেনাবাহিনী ৷ দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই ৷ এনকাউন্টারে মৃত্যু হয়েছে এক জঙ্গির ৷ নিহত জঙ্গির নাম আবু মুসা বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক ৷

    সংঘর্ষে এক সেনা জওয়ান আহত হয়েছে বলে জানা গিয়েছে ৷ এই গত তিন দিনে মহল্লা এলাকায় দ্বিতীয়বার একই রকম ঘটনা ঘটল ৷

    গত সপ্তাহে বান্দিপোরার মহল্লা হাজিন এলাকায় নিরাপত্তারক্ষীর গুলিতে মৃত্যু হয়এক জঙ্গির ৷ গতবছর ৪৩০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ সেপ্টম্বর মাসের ২৮ তারিখ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷ এরপর থেকেই সীমান্তের ওপার থেকে হামলার ঘটনা বেড়েই চলেছে। সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা অনেক বেড়ে গিয়েছে ৷ এর মূল কারন ওই হামলার প্রতিশোধ নেওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে ৷ এর জেরে ভারতীয় সেনা ও নিরাপত্তারক্ষীদের অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে ৷

    First published:

    Tags: Bengali News, Encounter in J&K's Hajin area, Lashkar-e-taiba, Militant killed in encounter