ট্রেনের শৌচাগারে পড়ে পরিযায়ী শ্রমিকের দেহ!‌ তিনদিন ধরে দেখলো না কেউ

Last Updated:

পুলিশ জানিয়েছে, মে মাসের ২৩ তারিখ নাগাদ ঝাঁসিতে পৌঁছে গিয়েছিলেন তিনি। তারপর বাড়ি ফেরার চেষ্টা করছিলেন।

#‌ঝাঁসি:‌ পরিযায়ী শ্রমিকদের ট্রেন যাত্রার বিভীষিকা যেন শেষই হতে চাইছেন না। এবার বৃহস্পতিবার সন্ধ্যায় এক পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার করা হয় উত্তরপ্রদেশের ঝাঁসি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের শৌচাগার থেকে। পুলিশ মনে করছে, ওই শৌচাগারেই ওই পরিযায়ী শ্রমিক মরে পড়ে ছিলেন বেশ কয়েকদিন। রেলকর্মীরা ট্রেনটি স্যানিটাইজ করার সময় ওই ব্যক্তির দেহ খুঁজে পান।
মোহনলাল শর্মা না ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বস্তি জেলার বাসিন্দা। মুম্বইয়ে দিনমজুর হিসাবে কাজ করতেন তিনি। লকডাউনের ফলে আরও অসংখ্য শ্রমিকের মতো তিনিও কাজ হারিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, মে মাসের ২৩ তারিখ নাগাদ ঝাঁসিতে পৌঁছে গিয়েছিলেন তিনি। তারপর বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। জেলা প্রশাসন তাঁকে স্টেশনে পৌঁছে দিয়েছিল গোরক্ষপুরগামী ট্রেন ধরার জন্য। সেই ট্রেনেই সম্ভবত চড়েছিলেন তিনি। সেটি রাউন্ড ট্রিপ করে ঝাঁসি ফিরলে রেলকর্মীরা দেহ উদ্ধার করেন।
advertisement
advertisement
মৃতের এক আত্মীয় জানিয়েছেন, পরিযায়ী শ্রমিক সঙ্গে ২৮ হাজার টাকা, একটি সাবান ও কিছু বই নিয়ে ফিরছিলেন। কারণ, মুম্বই‌য়ে তাঁর কাজ চলে গিয়েছিল।
বাংলা খবর/ খবর/দেশ/
ট্রেনের শৌচাগারে পড়ে পরিযায়ী শ্রমিকের দেহ!‌ তিনদিন ধরে দেখলো না কেউ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement