বছরের প্রথম দিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরল মানসিক ভারসাম্যহীন মহিলা, চোখের জলে বিদায় জানিয়েও খুশি সিউড়ির হোম

Last Updated:

নতুন বছরের প্রথম দিনেই খুশি এক পরিবার, সুস্থ হয়ে বাড়ি ফিরলো বাড়ির মেয়ে।

#বীরভূম: নতুন বছরের প্রথম দিনেই খুশি এক পরিবার,  সুস্থ হয়ে বাড়ি ফিরলো বাড়ির মেয়ে। বীরভূমের সিউড়ী ২ নম্বর ব্লক প্রশাসনের প্রচেষ্টায় বাড়ি ফিরল মানসিক ভারসাম্যহীন মহিলা। বৃহস্পতিবার সন্ধ্যায় বীরভূমের সিউড়ি ২ ব্লক প্রশাসনের উদ্যোগে ওই মহিলাকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মুর্শিদাবাদ জেলার সূতি থানা এলাকার বাসিন্দা সাহিদা বিবি। প্রায় মাস দশেক আগে হারিয়ে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর মাসে তিনি কোনভাবে বীরভূমের সাঁইথিয়া চলে আসেন।
সাঁইথিয়া থানার পুলিশ তাঁকে উদ্ধার করে বুঝতে পারে যে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। তাকে সিউড়ীর পুরন্দরপুরের আনন্দধারা স্বধার গৃহ হোমে রাখার ব্যবস্থা করা হয়। হোম কর্তৃপক্ষের উদ্যোগে দ্রুত ওই মহিলার চিকিতসা শুরু হয়,  নিয়মিত চিকিৎসায় সুস্থতার সাড়া দিতে থাকে সাহিদা । ধীরে ধীরে প্রায় সুস্থ হয়ে উঠেছে সাহিদা। স্থানীয় ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্ধারের সময় সাহিদা নিজের নাম ও গ্রামের নাম বলতে পারছিল না,   সঠিকভাবে তাঁর ঠিকানাও বলতে পারছিল না। পরে অবশ্য সুস্থ হওয়ার সাথে সাথে সে একটু মূর্শিদাবাদের ঠিকানা বলছিল। সাহিদা প্রথমে যে ঠিকানা বলেছিল সেই ঠিকানায় পুলিশ খোঁজ চালালেও সন্ধান করে উঠতে পারছিল না। এরপর প্রায় এক মাস আগে ওই হোমে দুয়ারে সরকার কর্মসূচীতে যায় স্থানীয় ব্লক প্রশাসনের কর্তারা। সেখানেই সাহিদা বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেন। সেই সময় তিনি সঠিক ঠিকানা বলতে সক্ষম হন। এরপরেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়।
advertisement
অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সাহিদার মা ও তাঁর পরিবারের সদস্যরা এসে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। সিউড়ী ২ নম্বর ব্লকের সহকারী সমষ্ঠি উন্নয়ন আধিকারিক সুদীপ কুমার বসু বলেন," আমরা ওঁর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার পর নিশ্চিত হয় যে ওঁরাই তাঁর পরিবারের লোকজন। তারপর তাঁর হাত তুলে দেওয়া হয়। ওঁর বাড়ির লোককে নিয়মিত যে সমস্ত ওষুধ আছে সেগুলি দেওয়ার কথাও বলা হয়েছে।" বাড়ি ফিরতে পেরে খুশি সাহিদা। তাঁর কথা কথায়," আমি খুব খুশি হয়েছি।" অন্য দিকে আনন্দধারা স্বধার গৃহ হোমের সুপার আয়েশা সুলতানা জানিয়েছেন বছরের প্রথম দিনে হোম থেকে কেউ নিজের পরিবারে ফিরে গেলো,  যা অত্যন্ত আনন্দের তাদের কাছে।
advertisement
advertisement
Supratim Das
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বছরের প্রথম দিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরল মানসিক ভারসাম্যহীন মহিলা, চোখের জলে বিদায় জানিয়েও খুশি সিউড়ির হোম
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement