ভারত সফরে ট্রাম্প পত্নী মেলানিয়া, যাবেন দিল্লির সরকারি স্কুলে!

Last Updated:

গত কয়েক বছরে দিল্লির এই সরকারি স্কুলে অনেক বিদেশি অতিথিই এসেছেন।

#নয়াদিল্লি: ভারত সফরে দিল্লির পুর-স্কুলে যাবেন মার্কিন ফার্স্ট লেডি, মেলানিয়া ট্রাম্প। হ্যাপিনেস স্কুলে কী ভাবে পড়াশোনা হয়, পড়ুয়া কী শেখে? কোর্স মডিউলই বা কী? সবটাই বুঝতে চান মেলানিয়া। ২৫ ফেব্রয়ারির অপেক্ষায় দিল্লির পুর-স্কুল। অপেক্ষায় আয়ুষী, আলিশারা।
আসছেন মেলানিয়া ট্রাম্প। এত হাইপ্রোফাইল অতিথি কখনও দেখেনি দিল্লির সরকারি স্কুল। ২৫ ফেব্রয়ারি স্কুলে আসবেন মেলানিয়া ট্রাম্প। পড়ুয়া, শিক্ষকদের সঙ্গে কথা বলবেন। এজন্য বরাদ্দ আধ ঘণ্টা।
গত কয়েক বছরে দিল্লির এই সরকারি স্কুলে অনেক বিদেশি অতিথিই এসেছেন। কেজরিওয়াল সরকারের হাত ধরে স্কুলের খোলনোলচে বদলে গিয়েছে। পাঠক্রমে আমূল বদল এসেছে। গতে বাঁধা পড়াশোনার বদলে চালু হয়েছে হ্যাপিনেস ক্লাস। কী এই হ্যাপিনেস ক্লাস? কী হয় এখানে?
advertisement
advertisement
মহিলা সাংবাদিক শিক্ষিকাকে প্রশ্ন করছে, শিক্ষিকা উত্তর দিচ্ছে এই অংশটা ব্যবহার করতে হবে ৷ মার্কিন ফার্স্ট লেডি কে? তা নিয়ে এখনও সম্ভবত স্পষ্ট ধারণা নেই আয়ুসী, আলিশাদের। তবে উৎসাহের অভাব নেই। মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানাতে তৈরি স্কুলও। প্রস্তুতি শেষ। এবার মার্কিন ফার্স্ট লেডিকে স্বাগত জানানোর অপেক্ষা।
বাংলা খবর/ খবর/দেশ/
ভারত সফরে ট্রাম্প পত্নী মেলানিয়া, যাবেন দিল্লির সরকারি স্কুলে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement