Kashmir Status: কাশ্মীর থেকে গ্রেফতার পিডিপি নেত্রী মেহবুবা মুফতি

Last Updated:

গতকাল অর্থাৎ রবিবারই মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয় ৷ পিডিপি দলের অন্যান্য নেতানেত্রীদেরও গ্রেফতারের সম্ভাবনা ৷

#নয়াদিল্লি: কাশ্মীর থেকে গ্রেফতার পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ৷ তাঁকে রাখা হয়েছে কোনও অজ্ঞাতস্থানে ৷ গতকাল অর্থাৎ রবিবারই মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয় ৷ পিডিপি দলের অন্যান্য নেতানেত্রীদেরও গ্রেফতারের সম্ভাবনা ৷
ঘোষণার পর ট্যুইট করে মেহবুবা মুফতি বলেন, ‘আজ ভারতীয় গণতন্ত্রের কালো দিন। ৩৭০ ধারা বিলোপ অসাংবিধানিক। জম্মু কাশ্মীরকে সন্ত্রস্ত রাখতে চায় কেন্দ্র। ৩৭০ ধারা তুলে নেওয়ায় তা প্রমাণিত। এর নেতিবাচক প্রভাব পড়বেই। কাশ্মীরকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙল কেন্দ্র। যারা সংসদের উপর ভরসা রেখেছিলেন, তাঁরা প্রতারিত হলেন। যাঁরা ভারতীয় সংবিধানকে খারিজ করতে চাইছেন, তাঁরা দেশকে খন্ডন করতে চাইছেন। এটি কাশ্মীরিদের অনুভূতিতে আঘাত।’
advertisement
সোমবার বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বদলে গেল জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ৷ ৬৯ বছর পর রদ ৩৭০ ধারা এবং ৩৫এ ৷ বিশেষ রাজ্যের মর্যাদা হারাল জম্মু ও কাশ্মীর ৷ একইসঙ্গে কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হল লাদাখকে। দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু- কাশ্মীর ও লাদাখ। জম্মু-কাশ্মীর ও লাদাখ - দু’টি জায়গাতেই থাকবেন লেফটেন্যান্ট গভর্নর৷
advertisement
advertisement
সপ্তাহের শুরুতে রাজ্যসভায় যেন তোপ পড়ল। সোমবার জম্মু-কাশ্মীর থেকে বিশেষ তকমা প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তে উত্তাল হল সংসদের উচ্চকক্ষ। ভবিষ্যতের কাশ্মীর গড়ার মোদি-শাহদের প্রস্তাবনা ছিঁড়ে ফেললেন দুই পিডিপি সাংসদ মীর ফৈয়াজ এবং নাজির আহমেদ। তাঁদের প্রতিবাদ অন্যমাত্রা নিল, রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে কংগ্রেসের সংসদীয় নেতা গুলাম নবি আজাদের বিতন্ডায়।
বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir Status: কাশ্মীর থেকে গ্রেফতার পিডিপি নেত্রী মেহবুবা মুফতি
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement