রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করলেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

Last Updated:

জম্মু-কাশ্মীরে মেহবুবা সরকারের পতন ৷ মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন মেহবুবা মুফতি ৷ ইতিমধ্যেই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করলেন মুফতি ৷

#শ্রীনগর: জম্মু-কাশ্মীরে মেহবুবা সরকারের পতন ৷ মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন মেহবুবা মুফতি ৷ ইতিমধ্যেই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করলেন মুফতি ৷ সংঘর্ষবিরতি চুক্তি নিয়ে সংঘর্ষের জেরেই জোট ভাঙনের সিদ্ধান্ত বিজেপির ৷ এমনটাই মত পর্যবেক্ষকদের ৷ মঙ্গলবার বিকেলে জরুরি বৈঠক ডেকেছেন মুফতি ৷
তিন বছর ছিল বিজেপি-পিডিপি সরকার ৷ মঙ্গলবার রাজ্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। যার পরেই জম্মু-কাশ্মীর সরকার থেকে সমর্থন তুলে নিয়েছে বিজেপি। উপত্যকায় সংঘর্ষবিরতি চুক্তি প্রত্যাহারের পরের দিনই সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি। জম্মু ও কাশ্মীরের জোট সরকার থেকে বিজেপি সমর্থন তুলে নেওয়ার পরেই রাজভবনে যান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি । রাজ্যপালের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মুফতি ।
advertisement
advertisement
বিজেপির দাবি, জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বেড়ে চলেছে ৷ যার জেরে সংঘর্ষবিরতি চুক্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিজেপি ৷ কিন্তু বিজেপির এই সিদ্ধান্ত নিয়েই বিরোধ বাঁধে বিজেপি এবং পিডিপি-র মধ্যে ৷ বিজেপির বক্তব্য, পিডিপি-র সঙ্গে মতবিরোধের জেরে উপত্যকার শান্তি ব্যহত হচ্ছে ৷ এমনকি, উন্নয়নও থমকে গিয়েছে ৷
মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, জোট টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম ৷ সহ্যের সীমা ছাড়িয়েছে পিডিপি ৷ পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে গিয়েছে ৷ পিডিপির সঙ্গে পথ চলা অসম্ভব ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করলেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement