জম্মু-কাশ্মীরে বিজেপি-পিডিপি জোটে ভাঙন, জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন

Last Updated:

জম্মু-কাশ্মীরে বিজেপি-পিডিপি জোটে ভাঙন ৷ জম্মু-কাশ্মীর সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল বিজেপি ৷ মেহবুবা মুফতির জোট সরকার থেকে সমর্থন তুলে নিল বিজেপি।

#শ্রীনগর: জম্মু-কাশ্মীরে বিজেপি-পিডিপি জোটে ভাঙন ৷ জম্মু-কাশ্মীর সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল বিজেপি ৷ মেহবুবা মুফতির জোট সরকার থেকে সমর্থন তুলে নিল বিজেপি। যার জেরে উপত্যকায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা জোরাল হল ৷ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি শীঘ্রই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করবেন বলে জানিয়েছেন পিডিপি-র মন্ত্রী নঈম আখতার ৷
মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বিজেপি ৷ বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব বলেন,
জোট টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম ৷ সহ্যের সীমা ছাড়িয়েছে পিডিপি ৷ পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে গিয়েছে ৷ পিডিপির সঙ্গে পথ চলা অসম্ভব ৷
advertisement
advertisement
রমজান মাসে জঙ্গি দমন অভিযান থেকে কাঠুয়া গণধর্ষণ মামলায় বিচারসহ নানা বিষয় নিয়ে দুই দলের মধ্যে মতভেদ চরমে পৌঁছয় ৷ বিজেপির অভিযোগ, পিডিপি চায় সংঘর্ষবিরতি চুক্তি বজায় থাকুক ৷ কিন্তু উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বেড়ে যাওয়ার জেরে বিজেপি চায় সংঘর্ষবিরতি চুক্তি প্রত্যাহার করতে ৷ যার জেরেই পিডিপির উপর থেকে সমস্ত সমর্থন তুলে নিল বিজেপি ৷ এমনটাই মত পর্যবেক্ষকদের ৷ আজ বিধায়কদের সঙ্গে জরুরি বৈঠক করেই সমর্থন প্রত্যাহারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া নেয় বিজেপি ৷
advertisement
বিজেপির তরফে নেতা রাম বাধব বলেন, রাজ্যের মানুষের মৌলিক অধিকার খর্ব হচ্ছে ।  এই প্রসঙ্গে সাংবাদিক সুজাত বুখারি খুনের প্রসঙ্গটিরও উল্লেখ করেন তিনি ৷  অন্যদিকে, উপত্যকায় অশান্তি অব্যহত ৷ কিন্তু বিজেপি বরাবরই উপত্যকায় উপত্যকায় শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রেই সরব হয়েছে ৷ পিডিপি-র সঙ্গে জোটবদ্ধ তা কার্যত প্রায় অসম্ভব ৷ এমনটাই দাবি বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জম্মু-কাশ্মীরে বিজেপি-পিডিপি জোটে ভাঙন, জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement