Meghalaya Nagaland Assembly Election 2023: ভোটগ্রহণ শুরু মেঘালয়, নাগাল্যান্ডে! দুই রাজ্যে লড়াই ৫৫০ জনের বেশি প্রার্থীর
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Meghalaya Nagaland Assembly Election 2023: আগামী ২রা মার্চ মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।
শিলং: মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে সাধারণ মানুষ এদিন ভোট দিচ্ছেন। আগামী ২রা মার্চ মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।
মেঘালয় এবং নাগাল্যান্ড দুটি রাজ্যেই ৫৯ টি করে আসনে ভোট চলছে। যদিও নাগাল্যান্ডে ৬০টি বিধানসভা আসন রয়েছে। কিন্তু বিজেপি প্রার্থী কাজেতো কিনিমি আকুলুতো বিধানসভা আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার সোহিয়ং বিধানসভা আসনে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এইচ ডনকপুর রায় লিংডোহ ২০ ফেব্রুয়ারি মারা যাওয়ার কারণে ভোট হচ্ছে না।
advertisement
advertisement
মেঘালয়ে ৩ হাজার ৪১৯টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। দুটি রাজ্যই মোট ৫৫০ জনেরও বেশি প্রার্থী তাঁদের ভাগ্য নির্ধারণের চেষ্টা করছেন। ২ মার্চ মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে। এবার মেঘালয়ে সব রাজনৈতিক দল এককভাবে নির্বাচনে লড়ছে। বিজেপি এবার ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে জোট করেনি।
মেঘালয়ের প্রাক্তন মন্ত্রী এবং ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এইচডিআর লিংডোহের মৃত্যুর পরে, সোহনাগ বিধানসভা আসনে আর কোনও ভোট হবে না। অন্যদিকে মেঘালয়ে বেশ কয়েকজনের বিধায়কের দলবদলের পরে সেই রাজ্যে বিরোধী দলের মর্যদা পেয়েছিল তৃণমূল। ভোটের আগে প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাগাল্যান্ডে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি এবং বিজেপির মূল লড়াই হবে নাগা পিপলস ফ্রন্টের সঙ্গে।
advertisement
এ ছাড়া আজ তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে উপনির্বাচনের একটি করে বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তামিলনাড়ুর ইরোড পূর্ব বিধানসভা আসন, অরুণাচল প্রদেশের লুমলা, পশ্চিমবঙ্গের সাগরদিঘি এবং ঝাড়খণ্ডের রামগড় বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য আজ ভোট হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2023 8:30 AM IST