Meghalaya Assembly Election: মহিলাদের মাসে ১০০০ টাকা! মেঘালয়ে আজ ইস্তাহার প্রকাশ তৃণমূলের
- Published by:Suvam Mukherjee
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Meghalaya Assembly Election: ইস্তাহারে গুরুত্ব পেতে চলেছে সীমান্ত সমস্যা, কর্মসংস্থান ও স্বাস্থ্য। এছাড়া গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের স্থানীয় ইস্যুকেও তুলে ধরা হচ্ছে।
শিলং: মেঘালয় বিধানসভা নির্বাচনের জন্য মঙ্গলবার ভোটের ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। মেঘালয়ে বিধানসভা ভোটের সব আসনেই লড়ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ঘোষিত হয়েছে WE কার্ড ও MYE কার্ড। ইস্তাহারে গুরুত্ব পেতে চলেছে সীমান্ত সমস্যা, কর্মসংস্থান ও স্বাস্থ্য। এছাড়া গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের স্থানীয় ইস্যুকেও তুলে ধরা হচ্ছে।
ভিশন ডকুমেন্টস নামে এই ইস্তাহার প্রকাশ করবেন অভিষেক বন্দোপাধ্যায়। ভোটে জিতলেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, কার্যত এই প্রতিশ্রুতি দিয়েই মেঘালয়ে প্রচারাভিযান শুরু করেছে তৃণমূল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরে তা ঘোষণা করা হয়। সংগঠনকে মজবুত করার উদ্দেশে ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যে গিয়েছিলেন মমতা ও অভিষেক।
advertisement
advertisement
সে রাজ্যের আতিথেয়তায় মুগ্ধ বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি আশাবাদী মেঘালয়ে তৃণমূলের সংগঠন নিয়েও।
সেখানেই মহিলাদের জন্য বাংলার লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে We Card চালু করেছিলেন। আর এক সপ্তাহের মধ্যেই এই পরিষেবা পাওয়ার জন্য দশ হাজারের বেশি মহিলা আবেদন জানিয়েছেন বলে দাবি করা হচ্ছে। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস মেঘালয়ে ক্ষমতায় আসলে সব মহিলাদের We Card এর মাধ্যমে মাসিক ১০০০ টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
advertisement
মমতা বন্দোপাধ্যায় তাঁর মেঘালয় সফরে জানিয়েছিলেন, ‘‘আমাদের যাত্রা শুরু হল। এই রাজ্য আগামী দিনে এক গৌরবময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।’’ বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলিকে পাখির চোখ করেছে তৃণমূল। এর মধ্যে ঘাসফুলের শিবিরের মূল লক্ষ্য দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি। সামনেই ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 9:33 AM IST