কর্ণাটকে ভোটের পর বিরোধীদের বৈঠক হতে পারে পাটনায়, জানালেন নীতিশ কুমার
- Published by:Swaksharsen Gupta
- news18 bangla
Last Updated:
সম্প্রতি কলকাতায় এসে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন নীতিশ কুমার আর তেজস্বী যাদব।
পাটনা : কর্ণাটকে বিধানসভা ভোটের পর পাটনায় বিরোধী দলগুলির নেতাদের নিয়ে বৈঠক হতে পারে। শনিবার এমনই ইঙ্গিত দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। একইসঙ্গে তিনি জানান, ওই বৈঠকেই চূড়ান্ত করা হতে পারে বিরোধী জোট গঠনের বিষয়টি।
নীতিশের কথায়, ‘অবশ্যই চেষ্টা করা হবে যত বেশি সম্ভব বিরোধী দলের নেতাকে ওই বৈঠকে সামিল করার। আর বৈঠকের মূল লক্ষ্য হবে, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে সব বিরোধী দলকে নিয়ে একটি বিজেপি বিরোধী জোট গড়ে তেলার।’
সম্প্রতি কলকাতায় এসে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন নীতিশ কুমার আর তেজস্বী যাদব। সেই বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নীতিশ কুমারকে তিনি অনুরোধ করেছেন যেন পাটনায় বিরোধী দলগুলির বৈঠক ডাকা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন- গরুর দুধ বেচেই মাসে ৫ লক্ষ আয়, দৃষ্টান্ত গড়েছেন নীতু যাদব
প্রয়াত জয়প্রকাশ নারায়ণের প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, “নীতীশজিকে অনুরোধ করছি, আপনি পটনায় একটা বিরোধী বৈঠক ডাকুন।” বিরোধী জোটের নেতা হিসাবে কাউকে মেনে নিতে তাঁর যে আপত্তি নেই, সে ইঙ্গিত দিয়ে সেদিন তৃণমূলনেত্রী বলেছিলেন, “আমাদের মধ্যে কোনও ইগো নেই। আমরা সবাই এক।” নীতিশ কুমারও শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রস্তাবের প্রসঙ্গ তোলেন।
advertisement
সম্প্রতি দিল্লি সফরে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসেছিলেন নীতীশ কুমার। রাজধানীতে গিয়ে নীতীশ জানিয়েছিলেন, বিরোধী জোট গঠনের উদ্দেশ্যে তিনি সব নেতানেত্রীর সঙ্গে কথা বলতে চান। ওই সফরে নীতীশের সঙ্গে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।
বিরোধী জোট নিয়ে সিপিএম সাধারণ সম্পদকের সঙ্গে ও কথা বলেন বিহারের মুখ্যমন্ত্রী। তবে সূত্রের খবর, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় আলাদা করে উল্লিখিত হয় মমতা এবং অখিলেশের কথা। কারণ, এর কিছুদিন আগে কলকাতায় বৈঠকে বসে অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বিরোধী জোটে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে তাঁদের আপত্তি আছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 10:15 PM IST