গরীবের ঘরে জন্ম, বড়লোক হওয়ার নেশায় সাধারণ মহিলা হয়েছিল সিরিয়াল কিলার

Last Updated:

Cyanide Mallika: অভাব-অনটন দরিদ্র বাড়ির এক মেয়েকে বানিয়ে দিল দেশের প্রথম মহিলা সিরিয়াল কিলার!

#কলকাতা: সায়ানাইড মল্লিকা। এই নামেই তাকে চিনেছিল গোটা দেশ। এক সাধারণ পরিবারের মেয়ে। অভাব ছিল যার নিত্যসঙ্গী। আর সেই অভাব তাকে এমন কাজ করিয়েছিল, আঁতকে উঠেছিল গোটা দেশ।
অভাবের সংসারেই তাঁর জন্ম। আবার তাঁর বিয়েও হয়েছিল অভাবের এক সংসারে। স্বামী দর্জির কাজ করতেন। সংসারের অনটন দূর করতে তাঁকেও পরিচারিকার কাজ করতে হত। তবে সেই কাজের জন্য তিনি হীনমন্য়তায় ভুগতেন।
আরও পড়ুন- Milind Soman Narendra Modi: এক ফ্রেমে মিলিন্দ ও মোদি! 'ঐক্যের দৌড়' শেষে প্রধানমন্ত্রীকে গোপাল উপহার দিলেন 
কেডি কেম্পাম্মা। কর্নাটকের কগ্গলীপুরার বাসিন্দা। পরে আইনের চোখে তাঁর নাম হয়েছিল সায়ানাইড মল্লিকা। সাধারণ মহিলা থেকে সিরিয়াল কিলার হয়ে উঠেছিলেন তিনি। দেশের প্রথম মহিলা সিরিয়াল কিলার। তার কাণ্ড শুনে শিউরে উঠেছিল গোটা সমাজ।
advertisement
advertisement
বিত্তশালীদের পরিবারে পরিচারিকার কাজ করতে যেত কেডি। বিত্তশালীদের জীবনযাপন দেখে নিজেকেও সেভাবেই সাজাতে চেয়েছিল সে। তবে পরিচারিকার কাজ করে তা কী আর হয়! আর তখনই নিজের প্রয়োজন মেটাতে চুরি শুরু করে সে।
একটা সময় চুরির দায়ে ধরা পড়ে যায় কেডি। জেল খাটতে হয়। তার পর আর স্বামীর ঘরে থাকতে পারেনি সে। পেট চালাতে বিপথে চালিত হয়। চিট ফান্ডের ফাঁদ পেতে সাধারণ মানুষের টাকা হাতাতে চেয়েছিল কেডি। তবে তাতে সে সফল হয়নি।
advertisement
ধীরে ধীরে অন্ধকার জগতে পা রাখে কেডি। বিত্তশালী মহিলাদের টার্গেট করা শুরু করে সে। যে সব মহিলাদের কাছে টাকা থাকলেও সুখ ছিল না, তারাই ছিল কেডির টার্গেট।
p style="text-align: justify;">সেইসব মহিলাদের থেকে সর্বস্ব হাতিয়ে তাদের সায়ানাইড খাইয়ে খুন করত কেডি। পুজাপাঠের বাহনায় মহিলাদের সঙ্গে সখ্যতা বাড়াত কেডি। তার পর সুযোগ বুঝে তাদের থেকে সর্বস্ব লুঠ।  ২০০৮ সালে নাগবেণী নামের এক মহিলাকে খুন করে পালাতে গিয়ে ধরা পড়ে যায় কেডি। সাত বছরে সাতটি খুন করেছিল কেডি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গরীবের ঘরে জন্ম, বড়লোক হওয়ার নেশায় সাধারণ মহিলা হয়েছিল সিরিয়াল কিলার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement